ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি এবং ঢাকায় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

৫০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপদাহে বিপর্যস্ত জনজীবন

  • আপলোড সময় : ০২-০৫-২০২৪ ০৫:৩৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৪ ০৫:৪০:৫৬ অপরাহ্ন
৫০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপদাহে বিপর্যস্ত জনজীবন ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ
তীব্র তাপপ্রবাহে পুড়েছে বাংলাদেশচলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনঅসহনীয় গরমে ঘরের বাইরে টেকা দায় হয়ে দাঁড়িয়েছেসূর্যের প্রখরতায় প্রাণ যায় যায় অবস্থাগত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার ছিলো, যা ১৯৭২ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রামঙ্গলবার যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছেএছাড়া পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ওঠেছে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে
এরআগে, ১৯৯৫ সালে চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলআর বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯৭২ সালের ১৮ মে, ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসমঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা ওঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসেএর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসচলতি বছর টানা ৩১ দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ৭৬ বছরের মধ্যে রেকর্ডএমন পরিস্থিতিতে আবারও দুঃসংবাদই দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতরবুধবারের দিনের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটিসেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে, ফলে আরও অসহনীয় গরম অনুভূত হতে পারে।  তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতে আভাস দেখছে আবহাওয়া অফিস
বাংলাদেশে চলমান তাপপ্রবাহ ও দীর্ঘ লোডশেডিংয়ে হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়েছেঅতিরিক্ত রোগীদের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবাসংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত গরমের কারণে ডিউটিতে থাকা অবস্থায় রোগীদের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেনচলমান তাপপ্রবাহের মধ্যে বমি ও ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে
বাংলাদেশে চলমান অতি তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকেমৃত্যুর সংখ্যা বেড়েই চলেছেতীব্র তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছে জনজীবনগরমে বিপাকে পড়েছেন কৃষক, দিনমজুর, যানবাহন চালকসহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা
জানা গেছে, রাজধানীসহ সারাদেশে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহতীব্র গরমে হাঁসফাঁস অবস্থা প্রাণিকুলেতবে তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালকসহ নিম্নআয়ের মানুষচাইলেই গরমে বিশ্রাম নেয়ার সুযোগ নেই তাদেরজীবিকার তাগিদে এই তীব্র গরমের মধ্যেও কষ্ট করতে হচ্ছে, এরপরও গরমের কারণে কমেছে তাদের আয়ওতাপদাহের এই তীব্র গরমে ছায়ায় না দাঁড়িয়ে রোদের মধ্যে দাঁড়ানোর কারণ জানতে চাইলে রিক্সা চালক উজির আলী বলেন, যেসব জায়গায় গাছ বা বিল্ডিংয়ের ছায়া আছে, সেসব জায়গায় দাঁড়ালে যাত্রী পাওয়া যায় নাতাই বাধ্য হয়েই এই রোদের মধ্যে দাঁড়াতে হয়েছেউজির আলী বলেন, গরমে চরম কষ্ট হয়কিন্তু কিছু করার নেইবাড়িতে পরিবার আছে, তাদের টাকা পাঠাতে হয়ঢাকায় নিজের খরচসব মিলিয়ে রিকশা না চালালে নিজের ও পরিবারের পেটে ভাত জোটে নাতাই বাধ্য হয়েই এই গরমের মধ্যে রিকশা চালাতে হচ্ছেআগের তুলনায় আয় কমেছে জানিয়ে তিনি আরো বলেন, গরমের কারণে একটানা রিকশা চালানো যায় নাপ্রতিবার যাত্রী বহন করলে, বিশ্রাম নিতে হয়বেশিক্ষণ চালানো যায় নাএছাড়া গরমের কারণে রাস্তায় যাত্রীও কম
একই কথা বলেন মো. সুজন নামের এক রিকশা চালকদুপুরের তপ্ত রোদে ধানমন্ডি-৬ থেকে যাত্রী নিয়ে ধানমন্ডি-৩২ এ এসেছেন তিনিগরমে ঘেমে-নেয়ে একাকার অবস্থাতার মধ্যেও আবার যাত্রী খুঁজছেন তিনিসুজন বলেন, আমাদের কামাইয়ের যে জোর, বসে থাকার তো সুযোগ নেইবসে থাকলে খাব কি বাড়িতে বউ-বাচ্চা আছেতাও তো ইনকাম নেইকিছুক্ষণ রিকশা চালালে পায়ে জোর পাওয়া যায় না। 
দিল মোহাম্মদ নামের আরেক রিকশাচালক বলেন, গরমে বেশিক্ষণ রিকশা চালানো যায় নাতার ওপর স্কুলকলেজ বন্ধ থাকায় যাত্রী কমএকটি ক্ষেপ মারলে আধা ঘণ্টা বসে থাকতে হয়আগে রিকশা জমা, খাবার খরচ বাদ দিয়ে দৈনিক ৬০০-৭০০ টাকা থাকতোকিন্তু এখন ৩০০-৪০০ টাকা রাখতেও কষ্ট হয়ে যায়গরমে কেউ কেউ বাড়তি টাকা দিলেও, বেশিরভাগ যাত্রী দেয় না? উল্টো একটু বেশি টাকা চাইলেই ঝগড়া লেগে যায়
সাইন্সল্যাব এলাকায় যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন মো. জাহাঙ্গীরতিনি বলেন, গরমে রিকশা চালাতে অনেক কষ্ট হয়কিন্তু পেটের দায়ে বের না হয়ে উপায় নেইদুপুরে রিকশা কম থাকে, তাই এই সময় বের হয়েছিএছাড়া এই গরমে টিনের গ্যারেজে শুয়ে থাকাও দায়তার থেকে বাইরে থাকলে যাত্রীও পাওয়া যাবে, মাঝে মাঝে গাছের নিচে বিশ্রামও নেয়া যাবে
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, মঙ্গলবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসএ ছাড়া চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি, সাতক্ষীরায় ৪২ দশমিক ২ ডিগ্রি, মোংলায় ৪২ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, দাবদাহ থেকে সুস্থ থাকতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছিবের হলেও ছাতা ব্যবহার করতে হবেবেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবেকোনো রকম তাপজনিত অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স