ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

​চাকরি দেয়ার কথা বলে যুবককে ঢাকায় এনে হত্যা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১০:৪৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ১০:৪৩:৫২ পূর্বাহ্ন
​চাকরি দেয়ার কথা বলে যুবককে ঢাকায় এনে হত্যা
চাকরি দেওয়ার কথা বলে বোরহান উদ্দিন সাইমন (২২) নামে এক যুবককে ঢাকায় নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকার যাত্রাবাড়ী থানা পুলিশ গত শুক্রবার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত সাইমন চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ড উত্তর জলদী রুহুল্লাহপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে। নিহতের শরীরে আগুনে দগ্ধ হওয়ার ক্ষতচিহ্ন ছিল বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে, নাকি বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। নিহতের আত্মীয় কামাল উদ্দিন জানিয়েছেন, বোরহান উদ্দিন সাইমন একসময় কারাগারে ছিলেন। সেখানেই ঢাকার এক লোকের সঙ্গে তার পরিচয় হয়। সেই লোক জেল থেকে বের হয়ে সাইমনকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় যেতে বলেন। সোমবার সাইমন ঢাকায় যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এর মধ্যে গত শুক্রবার সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ বাঁশখালী থানায় তার লাশ উদ্ধারের বিষয়টি জানায়। খবর পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় ওই থানায় গিয়ে স্বজনরা লাশ শনাক্ত করেন। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারবলেন, ‘বোরহান উদ্দিন সাইমন ঢাকায় গিয়ে নিখোঁজের পর পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। তার লোকেশন ট্র্যাকিং করার চেষ্টা করা হয়। এরইমধ্যে যাত্রাবাড়ী থানা থেকে খবর পাই একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বাঁশখালীতে। তখন আমার কাছে থাকা সাইমনের ছবি সেখানে পাঠাই। যাত্রাবাড়ী থানা পুলিশ নিশ্চিত করে, আমার পাঠানো ছবির সঙ্গে মিল আছে। বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স