ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ , ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এবারের অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেল যে সিনেমাগুলো অবশেষে নীরবতা ভাঙলেন এড শেরন দর্শকদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম বরুণের হাতে কি হয়েছে? ছবি দেখে চিন্তিত ভক্তরা আইসিইউতে শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সুস্থ হয়েই গানের মঞ্চে সাবিনা ইয়াসমিন ভালোবাসা দিবসে প্রকাশ পাবে ফাহিমের নতুন গান ভক্তদের জন্য কষ্টের গান গাইবেন আসিফ ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ নিখোঁজের ৫৪ ঘণ্টা পর কামরাঙ্গীরচর থেকে উদ্ধার অন্তর খুবই দুঃখজনক মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ বিলুপ্তির সুপারিশ ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি ম্যাটস শিক্ষার্থীদের দাবির বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে-স্বাস্থ্য মন্ত্রণালয় নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর : প্রেস সচিব বেনজীরকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারির আদেশ ১০ দিনের জন্য আন্দোলন স্থগিত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনরায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু অপরিবর্তিত আছে বেসরকারি ঋণ ও নীতি সুদহার মুদ্রানীতি ঘোষণা

​চাকরি দেয়ার কথা বলে যুবককে ঢাকায় এনে হত্যা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১০:৪৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ১০:৪৩:৫২ পূর্বাহ্ন
​চাকরি দেয়ার কথা বলে যুবককে ঢাকায় এনে হত্যা
চাকরি দেওয়ার কথা বলে বোরহান উদ্দিন সাইমন (২২) নামে এক যুবককে ঢাকায় নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকার যাত্রাবাড়ী থানা পুলিশ গত শুক্রবার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত সাইমন চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ড উত্তর জলদী রুহুল্লাহপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে। নিহতের শরীরে আগুনে দগ্ধ হওয়ার ক্ষতচিহ্ন ছিল বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে, নাকি বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। নিহতের আত্মীয় কামাল উদ্দিন জানিয়েছেন, বোরহান উদ্দিন সাইমন একসময় কারাগারে ছিলেন। সেখানেই ঢাকার এক লোকের সঙ্গে তার পরিচয় হয়। সেই লোক জেল থেকে বের হয়ে সাইমনকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় যেতে বলেন। সোমবার সাইমন ঢাকায় যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এর মধ্যে গত শুক্রবার সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ বাঁশখালী থানায় তার লাশ উদ্ধারের বিষয়টি জানায়। খবর পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় ওই থানায় গিয়ে স্বজনরা লাশ শনাক্ত করেন। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারবলেন, ‘বোরহান উদ্দিন সাইমন ঢাকায় গিয়ে নিখোঁজের পর পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। তার লোকেশন ট্র্যাকিং করার চেষ্টা করা হয়। এরইমধ্যে যাত্রাবাড়ী থানা থেকে খবর পাই একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বাঁশখালীতে। তখন আমার কাছে থাকা সাইমনের ছবি সেখানে পাঠাই। যাত্রাবাড়ী থানা পুলিশ নিশ্চিত করে, আমার পাঠানো ছবির সঙ্গে মিল আছে। বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স