![](https://dainikjanata.net/public/postimages/66dd2b881b71e.jpg)
চাকরি দেওয়ার কথা বলে বোরহান উদ্দিন সাইমন (২২) নামে এক যুবককে ঢাকায় নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকার যাত্রাবাড়ী থানা পুলিশ গত শুক্রবার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত সাইমন চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ড উত্তর জলদী রুহুল্লাহপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে। নিহতের শরীরে আগুনে দগ্ধ হওয়ার ক্ষতচিহ্ন ছিল বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে, নাকি বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। নিহতের আত্মীয় কামাল উদ্দিন জানিয়েছেন, বোরহান উদ্দিন সাইমন একসময় কারাগারে ছিলেন। সেখানেই ঢাকার এক লোকের সঙ্গে তার পরিচয় হয়। সেই লোক জেল থেকে বের হয়ে সাইমনকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় যেতে বলেন। সোমবার সাইমন ঢাকায় যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এর মধ্যে গত শুক্রবার সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ বাঁশখালী থানায় তার লাশ উদ্ধারের বিষয়টি জানায়। খবর পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় ওই থানায় গিয়ে স্বজনরা লাশ শনাক্ত করেন। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারবলেন, ‘বোরহান উদ্দিন সাইমন ঢাকায় গিয়ে নিখোঁজের পর পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। তার লোকেশন ট্র্যাকিং করার চেষ্টা করা হয়। এরইমধ্যে যাত্রাবাড়ী থানা থেকে খবর পাই একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বাঁশখালীতে। তখন আমার কাছে থাকা সাইমনের ছবি সেখানে পাঠাই। যাত্রাবাড়ী থানা পুলিশ নিশ্চিত করে, আমার পাঠানো ছবির সঙ্গে মিল আছে। বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।