ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো ৩ জন কারাগারে পবিত্র আশুরা আজ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে-প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডিএসসিসির মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ সময়ের দাবি : বিএসআরইএ ঢাকা বিভাগে ৫৬ সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের এ কে আজাদের বাড়িতে হামলা: ১৬ বিএনপি নেতার নামে মামলা রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার অগ্রিম কর বাড়ায় গণপরিবহনে জটিলতা বাড়ার শঙ্কা ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে
পরে নিরাপত্তার স্বার্থে বাইপাইল থেকে জামগড়া ও আশুলিয়া রোডের ছোট-বড় অসংখ্য কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ০৯:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ০১:০০:৪২ পূর্বাহ্ন
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকরা গতকাল মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করলে যানজটের সৃষ্টি হয়
সাভার প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান ও নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক ও চাকরি প্রত্যাশীরা।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় প্রথমে বিক্ষোভ শুরু করে চাকরি প্রত্যাশীরা। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পরে আবার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকার বিভিন্ন কারখানার সামনে জড়ো হওয়া চাকরি প্রার্থীরাও একযোগে বিক্ষোভ করতে থাকে।
বেলা ২টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলে বলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা জিরানী এলাকার উত্তরা নিটিং ডাইং কারখার মূল ফটকের পাশে অফিস কক্ষে আগুন ধরিয়ে দেয়। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে অধিকাংশ তৈরি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বেশ কিছু ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস কারখানায় ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে তারা আইডিএস কারখানায় ইটপাটকেল ছুঁড়ে চলে যায়।
শ্রমিকদের ভাষ্য, যারা ইটপাটকেল ছুঁড়েছে, তারা শ্রমিক কি-না তা বোঝা যায়নি। তবে তারা চাকরি প্রার্থী হতে পারেন। কারখানায় ইটপাটকেল ছুড়লে সড়কের দুই পাশের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা হাজিরা বোনাস প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ, পুরুষ শ্রমিক নিয়াগ ও অর্জিত ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় আশপাশের কারখানা থেকেও শ্রমিকরা বেরিয়ে আসে।
পরে নিরাপত্তার স্বার্থে বাইপাইল থেকে জামগড়া ও আশুলিয়া রোডের ছোট-বড় অসংখ্য কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে একই দাবিতে গত রোববার নরসিংহপুর এলাকার নাশা গ্রুপের শ্রমিকরা আন্দোলন করলে ওইদিন কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে বলে খায়রুল মামুন জানান।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার বলেন, শ্রমিকরা আন্দোলন করছে চাকরির দাবিতে। পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগের দাবিসহ আরও কয়েকটি দাবি আছে তাদের।
আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক থেকে শ্রমিকদের সরাতে পেরেছি। তবে নিরাপত্তার স্বার্থে বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স