ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

রমজানে প্রকাশ্যে পান খাওয়ায় চাঁদপুরে বৃদ্ধাকে পিটিয়ে আহত

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ১২:২৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৪ ১২:২৭:০৪ পূর্বাহ্ন
রমজানে প্রকাশ্যে পান খাওয়ায় চাঁদপুরে বৃদ্ধাকে পিটিয়ে আহত চাঁদপুরে বৃদ্ধাকে পিটিয়ে আহত

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে পশ্চিম বড়কুল ইউনিয়নে রমজানে প্রকাশ্যে পান খেলো কেনো এমন অভিযোগে প্রতিভা রানী (৬৪) নামে এক হিন্দু নারীকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে নুরুল আমিন নামে এক স্কুল শিক্ষকগত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নাটেহারা গ্রামের গাজী বাড়ীতে অহেতুক এই অমানবিক ঘটনা ঘটান নুরুল আমিনতিনি ওই গ্রামের মো. কলিম উদ্দিন গাজীর ছেলেঅপর দিকে মারধরের শিকার প্রতিভা রানী একই গ্রামের হরিদাস বেপারী বাড়ীর সুকুমার চন্দ্র দাসের স্ত্রীবর্তমানে প্রতিভা রানী আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেনস্থানীয় মিজান, ফারুক, সালাউদ্দিনসহ আরও অনেকে জানান, রমজান মাস মুসলিমদের জন্য হিন্দুদের জন্য নয়কাজেই এ মাসে হিন্দু অসহায় নারী প্রতিভা রানী পান খাচ্ছে এমন অভিযোগ আনা নুরুল আমিনের উগ্রতা ও বর্বরতার সামিলইসলাম কখনোই বর্বরতা প্রশ্রয় দেয় না বরং শান্তির বার্তা দেয়অবিলম্বে নুরুল আমিন নামে এই কুলাঙ্গারকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিয়ে সমাজে শান্তি ও ইসলাম সম্পর্কে সবার বিভ্রান্তি এড়াতে প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছিএতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহাদ্যপূর্ণ সম্পর্কের ভিত সমাজে আরও মজবুত হবেগত বুধবার এই ঘটনায় প্রতিভা রানীর ছেলে বিষু চন্দ্র দাস নুরুল আমিনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেনমামলার বিবরণ থেকে জানা গেছে, ঘটনার দিন আসামির বাড়ির কাছে পাতা কুড়াতে যায় প্রতিভা রানীতখন নুরুল আমিনের স্ত্রী তার ঘরের কাজ করার জন্য বললে প্রতিভা রানী এতে সম্মত হনপরে ঘরের কাজের এক পর্যায়ে নুরুল আমিনের স্ত্রী প্রতিভাকে পান খেতে দেনআর তখনই প্রতিভা রানীর পান খাওয়া অবস্থায় নুরুল আমিন দেখে তাকে গাল মন্দ করে এবং বাঁশের লাঠি দিয়ে অমানবিকভাবে তার পুরো শরীরে আঘাত করে এবং গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়পরে প্রতিভার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানবর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেনমামলার বাদী বিষু চন্দ্র দাস বলেন, ওই ঘটনার পর থেকে আসামি নুরুল আমিন আমাদের পরিবারকে আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছেআমাদেরকে ভারতে পাঠিয়ে দিবে এবং নাটেহারা থাকতে দিবে না মর্মে হুমকি অব্যাহত রেখেছেএদিকে প্রতিভা রানীকে দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উপস্থিত হন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু তমাল কুমার ঘোষসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দতারা প্রতিভা রানীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেনএ বিষয়ে অভিযুক্ত নুরুল আমিন বক্তব্য দিতে রাজি হননিএ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিভা রানীর মারধরের ঘটনায় মামলা হয়েছেতবে আসামিকে গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য