ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
তাপস-আতিকসহ ১২ সিটি মেয়রকে অপসারণ ১২সিটির মধ্যে ৯ মেয়র আত্মগোপনে

মেয়র জেলা উপজেলা চেয়ারম্যান অপসারণ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১১:৪০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১১:৪০:৩২ পূর্বাহ্ন
মেয়র জেলা উপজেলা চেয়ারম্যান অপসারণ
আত্মগোপনে ঢাকা দুই সিটির ১১৮ কাউন্সিলর
২০৫ পৌরসভার মেয়র আত্মগোপনে আছেন
গা ঢাকা দিয়েছেন ৩১৯ উপজেলা চেয়ারম্যান
৬৪টির মধ্যে ৪৪ জেলা পরিষদ চেয়ারম্যান আত্মগোপনে
৮৮৮ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার
* পদ হারালেন পৌর মেয়ররাও, দায়িত্বে সরকারি কর্মকর্তারা
* চেয়ারম্যানরা বাদ, সব উপজেলা পরিষদের দায়িত্বে ইউএনও
* জেলা পরিষদে চেয়ারম্যানদের সরিয়ে বসানো হলো প্রশাসক
সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই সরকার রুটিন সরকার নয়। এটা একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র, জনতা, সেনা সবার সম্মিলিতভাবে দেশের প্রতিটি জায়গার মানুষের আন্দোলনের ফলে এই সরকার এসেছে
এ এফ হাসান আরিফ, উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
যাচাই-বাছাই করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অপসারণের সিদ্ধান্ত
শাহিদুর রহমান শাহিদ
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় সরকার বিভাগের মোট ৮৮৮ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে আন্তর্বর্তী সরকারএর মধ্যে ঢাকার দুই সিটি মেয়রসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র রয়েছেনএরই মধ্যে এই ১২টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে
এর আগে স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে
এছাড়াও তিন পার্বত্য জেলা বাদে সব জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছেতবে যেসব জেলায় বিভাগীয় শহর পড়েছে, সেখানে প্রশাসকের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)পাশাপাশি দেশের সব পৌরসভার মেয়রদেরও অপসারণ করা হয়েছে
এ বিষয়ে আলাদা আলাদা আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ
যাচাই-বাছাই করে ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ
ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের তাদের পদ থেকে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকারগতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে
সিটি করপোরেশনগুলো হচ্ছেÑঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, বরিশাল, সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন ও ময়মনসিংহ সিটি করপোরেশন
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার চার কর্মকর্তাকে প্রশাসক করা হয়েছেএ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং গাজীপুর সিটি করপোরেশনে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে
এর আগে দেশের ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছেগত রোববার স্থানীয় সরকার বিভাগের তিন প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে
খুলনার কয়রা উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা মারা যাওয়াই শূন্য ঘোষণা করা হয় তার পদটি
উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকেও অপসারণ করে আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ
মৃত্যুর কারণে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য করা হয়েছে
আটটি জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) এবং ৫৩টি জেলা পরিষদে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছেপরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিজ নিজ জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন
জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের ৩২৩ পৌরসভার মেয়রকেও অপসারণ করেছে অন্তর্বর্তী সরকারসহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পদবির সরকারি কর্মকর্তা এই দায়িত্ব পেয়েছেন
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৩৩০ পৌরসভার মধ্যে ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়বাকি সাত পৌরসভায় আগে থেকে প্রশাসক ছিল, যাদেরকে সরিয়ে নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে
এর আগে গত শুক্রবার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদপরদিন গত শনিবার এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি
ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবেএকইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবেএকই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার
যাচাই-বাছাই করে ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি নাযাচাই-বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কি রকম আছে, যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি নেওয়া হবেতিনি বলেন, আর দৈনন্দিন যে কাজগুলো নিয়ে প্রত্যেকের আগ্রহের জায়গা ছিল যেমন জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য যে কাগুলো দৈনন্দিন করতে হয় সেগুলো যাতে চালু থাকে, গ্রামীণ পর্যায়ে যে উন্নয়ন কার্যক্রম যেন চলমান থাকে সেজন্য প্রথম দিকেই স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে যানজেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে ছিলএমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছিলপরে বিকল্প ব্যবস্থা করে সরকারযেমন উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এখন অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি করছে সরকার
যাচাই-বাছাই করে ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফগতকাল সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেনস্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সিটি কর্পোরেশনের মেয়রদের অসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছেপৌরসভা, উপজেলা ও জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছেএই সরকার রুটিন সরকার নয়এটা একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র, জনতা, সেনা সবার সম্মিলিতভাবে দেশের প্রতিটি জায়গার মানুষের আন্দোলনের ফলে এই সরকার এসেছেতিনি বলেন, আমরা তাদেরই প্রতিনিধিছাত্র, জনতা, সেনার যে দাবি দাওয়া কার্যকরের জন্য আমাদের উপর বিশ্বাস রেখেছে সেটার আমরা প্রতিনিধি হিসাবে কাজ করছিইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি নাযাচাই-বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কি রকম আছে, যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি নেওয়া হবেতিনি বলেন, আর দৈনন্দিন যে কাজগুলো নিয়ে প্রত্যেকের আগ্রহের জায়গা ছিল যেমন জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য যে কাগুলো দৈনন্দিন করতে হয় সেগুলো যাতে চালু থাকে, গ্রামীণ পর্যায়ে যে উন্নয়ন কার্যক্রম যেন চলমান থাকে সেজন্য প্রথম দিকেই স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে
স্থানীয় সরকারের সব স্তরেই আওয়ামী লীগ তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেজেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে নেয়গণআন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের এই জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে যানফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হয়
তথ্য অনুযায়ী, দেশের ৬৪টির মধ্যে ৪৪টি জেলা পরিষদের চেয়ারম্যানই বর্তমানে আত্মগোপনে রয়েছেন৪৯৫টি উপজেলা পরিষদের ৩১৯টিতেই উপজেলা চেয়ারম্যানরা গা ঢাকা দেনআর ৩৩০টির মধ্যে ২০৫টি পৌরসভার মেয়র আত্মগোপনে আছেনএছাড়া অনেক জনপ্রতিনিধি এলাকায় থাকলেও কার্যালয়ে যান নাতবে আওয়ামী লীগের বাইরে বিএনপিসহ অন্য দলের যেসব জনপ্রতিনিধি রয়েছেন, তারা নিয়মিত কার্যালয়ে যান, করেন দাফতরিক কাজও
দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৯টির মেয়র আত্মগোপনে রয়েছেনরংপুরের মেয়র জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান, গাজীপুরের মেয়র জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইভী নিয়মিত কার্যালয়ে যান
তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ১২৯ কাউন্সিলরের মধ্যে আত্মগোপনে আছেন ১১৮ জন
আগে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হতোআওয়ামী লীগ সরকার ২০১৫ সালের আইন সংশোধন করে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করেদলীয় প্রতীকে নির্বাচন হওয়ার পর বিএনপিসহ অধিকাংশ বিরোধী দল স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়বিপুল সংখ্যায় সরকারদলীয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ জনপ্রতিনিধি কর্মস্থলে আসছেন নাতাদের অনুপস্থিতিতে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম প্রধান নির্বাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী প্রকৌশলীরা অফিস চালাচ্ছেনতবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা আত্মগোপনে থাকা জনপ্রতিনিধিদের কাছে থাকায় নিয়মিত কার্যক্রমও ব্যাহত হয়
এ দিকে বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু আত্মগোপনে রয়েছেনজেলার ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যানই আওয়ামী লীগদলীয় এবং তারা আত্মগোপনে আছেনবাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও মোংলা পোর্ট-বাগেরহাটের তিনটি পৌরসভার মেয়রও আত্মগোপনে রয়েছেন
শরীয়তপুরের জেলা পরিষদ চেয়ারম্যান, পাঁচজন উপজেলা চেয়ারম্যান ও পাঁচজন পৌরসভার মেয়র আত্মগোপনে আছেনমুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন ও ছয়টি উপজেলা পরিষদের সব কটির চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আত্মগোপনে রয়েছেনপ্রশাসনিক কর্মকর্তা ও প্রধান নির্বাহী অফিসের চিঠিপত্র আদান-প্রদান করা ছাড়া অন্য কোনো কাজ করছেন নাসাতক্ষীরার সাতটি উপজেলা পরিষদের মধ্যে ছয়টির চেয়ারম্যান আত্মগোপনেতারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকলারোয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামও আত্মগোপনে
রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে আছেনজয়পুরহাট ও নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অসুস্থ হয়ে বাড়িতেই থাকেনশুধু নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অফিস করছেন
রাজশাহী বিভাগের ৬৭টি উপজেলা পরিষদের মধ্যে ৫৫টির চেয়ারম্যান আত্মগোপনে আছেনঅফিস করছেন মাত্র ৯ জনবাকি তিনজন এলাকায় থাকলেও অফিস করেন নাআর এই বিভাগের ৬১টি পৌরসভার মধ্যে ৪২টি পৌরসভার মেয়র গা-ঢাকা দিয়ে আছেন
কুমিল্লা সিটি মেয়র তাহসীন বাহার আত্মগোপনে আছেনপ্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম জানান, তিনি সিটি করপোরেশনে প্রশাসনিক দায়িত্ব পালন করছেনসিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর দেখা করে গেছেনপ্রতিটি বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে
তবে সারা দেশের ব্যতিক্রম চিত্র গোপালগঞ্জেগোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি এলাকায় আছেন এবং অফিস করছেনপাঁচ উপজেলা চেয়ারম্যানই উপজেলায় আছেন এবং কাজ করছেনচারজন পৌর মেয়রও এলাকায় আছেন
এ ছাড়া সাভার পৌরসভার মেয়র মো. আব্দুল গণি, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির ও দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন আত্মগোপনে আছেনপৌরসভার কর্মকর্তারা জানান, যেসব নথিপত্রে মেয়রের স্বাক্ষর প্রয়োজন হয়, সেগুলোর কাজ বন্ধ রয়েছেপ্রতিদিনই জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও নানা কাজে এসে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ
ঢাকার পাঁচটি উপজেলা পরিষদের মধ্যে চারটির চেয়ারম্যান ৫ আগস্ট থেকে গা ঢাকা দিয়ে আছেনসাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন এবং নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ আত্মগোপনে রয়েছেন
এ ছাড়া সাভার পৌরসভার মেয়র মো. আব্দুল গণি, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির ও দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন আত্মগোপনে আছেনপৌরসভার কর্মকর্তারা জানান, যেসব নথিপত্রে মেয়রের স্বাক্ষর প্রয়োজন হয়, সেগুলোর কাজ বন্ধ রয়েছেপ্রতিদিনই জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও নানা কাজে এসে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ
রংপুর বিভাগের আট জেলার মধ্যে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান আত্মগোপনেরংপুর ও গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান এলাকায় থাকলেও অফিস করছেন নালালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান চিকিৎসার কাজে ভারতে গিয়ে সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে
রংপুর বিভাগের ৫৮টি উপজেলার মধ্যে ২৮ জন আত্মগোপনে আছেন২৯ জন এলাকায় থাকলেও তাদের মধ্যে মাত্র ১২ জন অফিস করছেনবাকি একটি উপজেলা চেয়ারম্যানের শপথ স্থগিত আছেএই বিভাগের ৩১টি পৌরসভার মধ্যে ১৫টির মেয়র আত্মগোপনে আছেনবাকি ১৬ জন এলাকায় থাকলেও তাদের মধ্যে ৯ জন অফিস করছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য