ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
মুক্তেশ্বরী নদীতে প্রবাহ

জলাবদ্ধতার অভিশাপ মুক্ত বিল হরিণার ফসলি জমি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ১০:৫২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১২:২১:৫৮ পূর্বাহ্ন
জলাবদ্ধতার অভিশাপ মুক্ত বিল হরিণার ফসলি জমি

যশোর থেকে শেখ দিনু আহমেদ
অবশেষে যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ভাঁতুড়িয়া-নারায়ণপুর মুক্তেশ^রী নদীতে প্রবাহ শুরু হয়েছেদীর্ঘ ৩০ বছর ধরে একটি প্রভাবশালী মহল মুক্তেশ্বরী নদী ও কাঁচিকাটা খালের সংযোগস্থল মাটি ভরাট করে জবর-দখল করে রাখায় নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে যায়ফলে হরিণাসহ পাশর্^বর্তী ১০টি বিলের হাজার হাজার একর জমিতে স্থায়ী জলবদ্ধতা দেখা দেয়সম্প্রতি চাঁচড়া ইউনিয়নের ৪ গ্রামের মানুষ একত্রিত হয়ে মুক্তেশ^রী নদীর খনন কাজ শুরু করেনকাজেই মুক্তেশ^রী নদী দিয়ে হরিণাসহ পাশর্^বর্তী বিলের পানি দ্রুত বেরিয়ে যাচ্ছেজমি থেকে পানি বেরিয়ে যাওয়ার কারণে এবার হাজার হাজার একর জমিতে আশানুরুপ ফসল ফলানোর স্বপ্ন দেখছেন এলাকার কৃষকরা
সরেজমিন ঘটনাস্থলে যেয়ে জানা গেছে, দীর্ঘ ৩০ বছর ধরে এলাকার একটি প্রভাবশালী মহল মুক্তেশ^রী নদীর দুই মাথা ও কাঁচিকাটা খালের সংযোগস্থল মাটি ভরাট করে দখল করে রেখেছিলফলে হরিণাসহ আশপাশের ১০টি বিলের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল নাকাজেই হরিণাসহ অন্যান্য বিলে সারা বছর স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়সে কারণে হাজার হাজার একার জমিতে এলাকার কৃষকরা ফসল ফলাতে ব্যর্থ হয়সম্প্রতি চাঁচড়া ইউনিয়নের ৪ গ্রামের মানুষ একত্রিত হয়ে মুক্তেশ^রী নদী ও কাঁচিকাটা খালের সংযোগস্থল খনন শুরু করেনফলে হরিণাসহ পাশর্^বর্তী বিলের পানি দ্রুত এই নদী দিয়ে  নেমে যাচ্ছেএতে করে হরিণাসহ রুপদিয়া, মাহিদিয়া, পাতেল, নতুনহাট মেঘলা, সাড়াপোল সিংহা, খরিচাডাঙ্গা, বাগেরহাট ও রুদ্রপুর বিলের পানি দ্রুত এই নদী দিয়ে নেমে যাওয়ায় এলাকার শত শত কৃষকের মুখে হাঁসি ফুঁটেছেস্থানীয় কৃষক হাশেম আলী, হযরত আলী, তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, মশিয়ার রহমান ও আরিফ হোসেন জানান, একটি প্রভাবশালী মহল মুক্তেশ^রী নদীর প্রবাহ বন্ধ করে রাখায় হরিণাসহ আশপাশের বিলগুলো স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়কাজেই হাজার হাজার একর জমি সারা বছর পানিতে ডুবে থাকায় ফসল ফলানো সম্ভব হয়নিএখন নদীতে প্রবাহ শুরু হয়েছে এবং বিলের পানি দ্রুত নেমে যাচ্ছেসে কারণে আগামী মৌসুমে আশানুরুপ ফসল ফলানো সম্ভব হবে বলে আমরা মনে করছি
উল্লেখ্য, ১৯৯৫ সালে যশোর সদর সহকারী জজ আদালতে মোস্তফা কামাল নামে এক ব্যক্তি নদীর জমি তার দাবী করে মামলা দায়ের করেনযার মামলা নং- ৪০/৯৫আদালতের বিজ্ঞ বিচারক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ও স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে এক রায়ে বলেন, মুক্তেশ^রী নদীর জায়গা সরকারি সম্পত্তি, কাজেই এ নদীর প্রবাহ বন্ধ করা যাবে নাঅথচ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে প্রভাবশালী মোস্তফা কামাল মুক্তেশ^রী নদীর দুই মাথা এবং কাঁচিকাটা খালের সংযোগস্থল মাটি দিয়ে ভরাট করার কারণে হরিণাসহ ১০টি বিল স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ