ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

কলকাতার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের নারীরা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০২:০৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ০২:০৫:৪৪ অপরাহ্ন
কলকাতার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের নারীরা কলকাতার আর জি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শুক্রবার বিকালে ঢাকায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশের নারীরা
কলকাতার একটি সরকারি হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এখন উত্তপ্ত সমগ্র ভারততার এ ঘটনায় অভিযুক্তদের বিচার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছেনএ ঘটনায় কলকাতার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছেগতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে পাদদেশে বিকালে মানববন্ধন করেন তারাআওয়াজ তোলো নারীব্যানারে তারা মানববন্ধন করেন৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ বছর বয়সী এক ডাক্তারকে ধর্ষণের পর হত্যা করে তার রক্তাক্ত দেহ ফেলে রাখা হয়এ ঘটনার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়ঢাকার মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের ঘটনার পর মেডিকেলে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে সব ধরনের প্রমাণ নষ্ট করা হয়বাইরের কথা বাদ দিলেও, আমাদের দেশে তনু, মুনিয়ার বিষয়েও আমরা কোনো বিচার পাইনিসাড়ে ৪ হাজার ধর্ষণ মামলার মধ্যে হাতে গোনা ৪-৫টা মামলার বিচার হয়েছেআমাদের দাবি, স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমরা যেখানে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেখানে নারীদের জন্য বিচার চাই, আইন ও তার প্রয়োগ চাইনৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলেয়া তাহমিম বলেন, আমরা আজ বাংলাদেশে দাঁড়িয়ে ভারতের কথা বলছি, এটা আমার কাছে আইরনি লাগতেছেসেখানে অন্তত বিচার বিভাগ ও পুলিশের কিছু স্বাধীনতা আছে; ধর্ষণের নিরপেক্ষ বিচার করার জন্যকিন্তু গত ১৫ বছর ধরে আমাদের দেশে পুলিশ বা বিচার বিভাগের এই ধরনের স্বাধীনতা ছিল নাআমার জানামতে, কখনোই ছিল নাগত ক্ষমতাসীন সরকার ধর্ষকদের বিচার করার চাইতে শেল্টার দিয়েছে বেশিকুমিল্লার সেনানিবাস এলাকায় আলোচিত তনু ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে বলেন, যেখানে দেশের সেনাবাহিনীর এক চতুর্থাংশ সেনা সদস্য মোতায়েন থাকে, সেখানে কীভাবে ধর্ষণের মতো ঘটনা ঘটে? এর দায় যদি সেনাবাহিনী না নিয়ে বলে, আমরা এ বিষয়ে জানি নাতাহলে এর চাইতে আইরনি আর কিছু হতে পারে নাধর্ষণের মামলার ঘটনায় ভুক্তভোগীকে স্পর্শকাতর প্রশ্ন করে বিভ্রান্ত করে তোলে, যার ফলে একপর্যায়ে ভুক্তভোগী মীমাংসা করতে বাধ্য হনএমনটি দেখা গেছে, আপন জুয়েলার্সের মালিকের ছেলের ঘটনায়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা জামাল বলেন, আমাদের দেশে ধর্ষণের ঘটনা এতোই বেশি যে, একটি ঘটনা বলতে গেলে আরেকটি ঘটনা মনে করতে পারি নাসিলেট এমসি কলেজের ধর্ষণের ঘটনায় নিউজ দেখলাম, সেখানে চারটি নিউজ চার রকমকিন্তু কোনোটাই ভালোভাবে লেখা হয়নিকেন হচ্ছে এসব? সাড়ে ৪ হাজার মামলা দাখিল করা মামলা থেকে পাঁচটি মামলার ন্যায়বিচার পায় নাআমাদের বলা হয়, মেয়েদের সেলফ ডিফেন্স শিখতে হবে, কারাতে শিখতে হবেএসব বিষয়ে সরকারি-বেসরকারি নানান সেমিনার করা হয়কিন্তু ছেলেদের নিয়ে কয়টা সেমিনার হয়েছে, যেখানে মেয়েদের শরীরটাকে মেয়েদের শরীর না ভেবে মানুষের শরীর ভাববেআমি মেয়ে হওয়ার আগে মানুষআসুন শুধু আইন ও বিচার বিভাগের দিকে না তাকিয়ে থেকে নিজ নিজ জায়গায় থেকে আওয়াজ তুলি ধর্ষকদের বিরুদ্ধে, হেনস্তারকারীদের বিরুদ্ধেএসময় তারা কলকাতা টু বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস ফর আর জি কর, জাস্টিস ফর মৌমিতা‘, ‘ধর্ষকের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড ছাড়া কথা নাই’, ‘প্রশ্ন যখন স্বাধীনতা, বাংলা জুড়ে ওয়াদ্দেদারইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স