ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণভোট নিয়ে ফ্যাসিবাদীরা অপপ্রচার চালাচ্ছে-আলী রীয়াজ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে : বদিউল আলম মজুমদার অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন হদিস নেই জেল পালানো শত শত কারাবন্দির মাসে সাড়ে ৩ লাখ এনআইডির তথ্য বিক্রিতে আয় ১১ কোটি টাকা নীতিমালা, মূল্যবোধের কথা বলে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : ড. দেবপ্রিয় পোস্টাল ব্যালটে অনিয়ম নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের ইইউতে তৈরি পোশাকের বাজার হারাচ্ছে বাংলাদেশ শিক্ষার্থীদের অবরোধে জনজীবনে নাভিশ্বাস এগারো দলীয় জোটে অসন্তোষ চরমে আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ, বাড়ছে শীতের তীব্রতা খাগড়াছড়িতে ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩ নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা জব্দ, আটক ৬ লাইটার জাহাজের সংকট নিরসনে বিশেষ টাস্কফোর্স গঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল হ্যাঁ ভোটে কী পাবেন, না ভোটে কী হারাবেন জানাবে সরকার এলপিজি গ্যাসের দখলে জ্বালানি বাজার অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ৬৭ জন গ্রেফতার মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

পর্যটকশূন্য সোনারগাঁওয়ের বিনোদন কেন্দ্রগুলো

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ১২:৫৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ১২:৫৯:২২ পূর্বাহ্ন
পর্যটকশূন্য সোনারগাঁওয়ের বিনোদন কেন্দ্রগুলো
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মোক্তার হোসেন
চলতি বছরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের পর চলমান রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে জেলার বিভিন্ন উপজেলার পর্যটন কেন্দ্রগুলো ও হোটেল রেস্তোরাঁতে দেশ/বিদেশসহ বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদে ভ্রমণ পিপাসু বিনোদন প্রেমীরা না আসার কারণে খা খা করছেপর্যটন কেন্দ্রগুলোর আশেপাশে গড়ে ওঠা ছোট বড় পর্যটন কেন্দ্র ও হোটেল এবং রেস্তোরাঁগুলোতে প্রভাব পড়েছেযার কারণে ব্যবসায়ীরা দুশ্চিন্তার মধ্যে হাঁপিয়ে হাঁপিয়ে দিন পার করছেন
সরে জমিনে উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসাবে খ্যাত পানাম নগরী সিটি, বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন, বাংলার তাজমহল, পিরামিড, ফান্ডল্যান্ড পার্কসহ বিনোদন পর্যটন কেন্দ্রগুলোতে আগত ভ্রমণপিপাসু বিনোদন প্রেমী লাখো লোকের সমাগমের চিত্র এখন আর দেখা যায় নাপর্যটক কেন্দ্রগুলোতে পূর্বের ন্যায় নেই কোনো  কোলাহল,ব্যবসায়ীদের নেই কোনো ব্যস্ততা, চারিদিকে বিরাজ করছে নিরব আর নিস্তব্ধতা কেমন যেন হাহাকারআগত ভ্রমণ পিপাসু  খুদে বিনোদন প্রেমী পর্যটক না থাকায় ব্যবসায়ী,খেটে খাওয়া সাধারণ মানুষ ও কর্মচারীরা  কোনো না কোনোভাবে দিন পার করছেনমূলত এই ছোট-বড় পর্যটন কেন্দ্রগুলো ঘিরে রয়েছে হাজারো পরিবার পরিজন গরিব দুঃখী মেহনতি মানুষের নিত্যদিনের  আয়ের মূল উৎস
বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, রাজনৈতক ও বর্তমান দেশের পরিস্থিতির কারণে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন (জাদুঘর)
আগত পর্যটকদের কাছে প্রতিদিন  টিকেট বিক্রি হত প্রায় লাখো টাকার মতএখন প্রতিদিন বিক্রি হয় ২৫ থেকে ৩০ হাজার টাকাঐতিহ্যবাহী সারা বিশ্ব খ্যাত পানাম নগরী সিটি পরিদর্শনে  প্রতিদিন ৪ থেকে ৫ শ, টিকিট বিক্রি হতোএখন নেমে এসে দাঁড়িয়েছে শতের মধ্যে
এদিকে বাংলার তাজমহল ও পিরামিড দেখার জন্য আগত বড় ভ্রমণ পিপাসু ক্ষুদে বিনোদন পর্যটক প্রেমীরা ভিড় জমিয়ে ৪/৫ শথেকে ১ হাজার অবদি টিকেট ক্রয় করতোএখন সারাদিনে ২০ থেকে ৩০টি টিকেট বিক্রি হচ্ছে
বাংলাদেশ লোকও কারু শিল্প ফাউন্ডেশনের একটি সূত্রে জানা যায়, বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখন  তুলনামূলকভাবে অনেকটা কমচলমান পরিস্থিতিতে আশা করছি পরিস্থিতি অতি দ্রুত শিথিল হবেভ্রমণ পিপাসু আগত ক্ষুদে বিনোদন প্রেমীরা পূর্বের মত  ভিড় জমিয়ে কোলাহলে সারিবদ্ধ হয়ে টিকিট ক্রয় করে আমাদের বিভিন্ন সমারোহে আলোক শয্যায় সজ্জিত মনোরম পরিবেশে বাংলাদেশ লোকও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পর্যটনকেন্দ্রসহ দর্শনীয় স্থানগুলো উপভোগ করবে
সারাবিশ্ব খ্যাত পানাম নগর সিটির ঐতিহ্যবাহক হিসেবে যারা দায়িত্বে রয়েছেন তাদের সূত্র  মতে দৈনিক জনতাকে বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশ-বিদেশ ও বিভিন্ন জেলা থেকে  আগত ভ্রমণ পিপাসু ক্ষুদে বিনোদন প্রেমী আমাদের সারা বিশ্ব খ্যাত ঐতিহাসিক পানাম নগরী সিটির দর্শনীয় স্থানগুলো ভ্রমণ পিপাসুরা আগের তুলনায় এখন অনেকটাই কমচলমান পরিস্থিতিতে আশা করছি খুব দ্রুত পরিস্থিতি শিথিল হলে পূর্বের ন্যায় আগত ভ্রমণ পিপাসু ক্ষুদে বিনোদন প্রেমীদের কোলাহলের সৃষ্টি হবে
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ঐতিহ্যের বাহক হিসাবে নারায়ণগঞ্জের সোনারগাঁও বিশ্বে সুপরিচিততাই দেশ-বিদেশ সহ জেলার বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসু পর্যটক এই সোনারগাওয়ের পর্যটন কেন্দ্রগুলোতে আসেনআশা করছি পরিস্থিতি অতি দ্রুত শিথিল হলে পর্যটকের পরিমাণ বৃদ্ধি পাবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য