ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা
সারাদেশে কারাবিদ্রোহ ছড়িয়ে পড়ার আশঙ্কা

চট্টগ্রাম গাজীপুর ও জামালপুরে নিহত ৬ আহত ২০

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১২:০৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১২:০৭:৪১ অপরাহ্ন
চট্টগ্রাম গাজীপুর ও জামালপুরে নিহত ৬ আহত ২০
জনতা ডেস্ক
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ করেছেন বন্দীরাকয়েদিদের দমনে পাল্টা ফাঁকা গুলি ছুড়েছেন কারারক্ষীরাঅপরদিকে জামালপুর জেলা কারাগারে বন্দীদের একটি গ্রুপ বিদ্রোহ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি করেছে সেনাবাহিনী এবং কারা কর্তৃপক্ষএ ঘটনায় ৬ বন্দী নিহত হয়েছেনঅপরদিকে গাজীপুর জেলা কারাগারের বন্দীরা বিদ্রোহ করেছেএদিকে নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে জানান, দ্রুত পদক্ষেপ না নিলে কারাবিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে পুরো দেশেচট্টগ্রাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে ঢুকেছেনকারাগারে বর্তমানে প্রায় পাঁচ হাজার বন্দী রয়েছেগতকাল শুক্রবার দুপুরে নগরের লালদীঘির পাড়ে অবস্থিত কারাগারে এই ঘটনা ঘটেছে
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে দুইটার দিকে কারাগারের ভেতরে বন্দীরা বিক্ষোভ শুরু করলে, পাগলা ঘণ্টা বাজানো হয়এরপর তারা গোলাগুলির শব্দ শুনতে পানচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, কিছু বন্দী উচ্ছৃঙ্খলতার চেষ্টা করেচট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহিম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছেকারাগারে সেনাবাহিনী ও বিজিবি পৌঁছেছেএকজন বন্দীও পালাতে পারেনিএ ঘটনা কেন ঘটেছে সেটি আমরা যাচাই-বাছাই করে দেখছিউল্লেখ্য, এর আগে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর উৎসুক জনতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেতখন কারারক্ষীরা পাল্টা গুলি ছুড়লে উৎসুক জনতা সরে যায়এসময় ইমন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান
অপরদিকে জামালপুর জেলা কারাগারে বন্দিদের একটি গ্রুপ বিদ্রোহ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি করেছে সেনাবাহিনী এবং কারা কর্তৃপক্ষএ ঘটনায় ছয় বন্দী নিহত হয়েছেনআহত হয়েছেন ৪ কারারক্ষীকয়েদিদের আবার সেলে ঢুকানো হয়েছেগতকাল শুক্রবার সকালে জেলার আবু ফাতাহ্ কারাগারের বাইরের ফটকে সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানাননিহতরা হলেন আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাততারা সবাই কারাবন্দীএকদিন আগে গত বৃহস্পতিবার পাঁচজন এবং গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় এক বন্দী মারা গেছে বলে জানা গেছেতাদের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছেএ ঘটনায় তিন কারারক্ষী গুরুতর আহত হয়েছে জানিয়ে জেলার আবু ফাতাহ্ বলেন, একজন মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
আবু ফাতাহ্ আরও বলেন, জামালপুর কারাগারের ভেতরে বন্দীদের মধ্যে দুটি গ্রুপ আছে, এদের এক গ্রুপ বিদ্রোহ করে পালিয়ে যেতে চেষ্টা করেঅপর গ্রুপ তাদেরকে বাঁধা দিলে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়বিদ্রোহী গ্রুপের সদস্যরা জেলের ভেতরের একটা গেট ভেঙে ফেলে, বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দিয়ে, কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করেতিনি বলেন, এ সময় আমাকেও বিদ্রোহী বন্দীরা জিম্মি করে ফেলার চেষ্টা করে।  গত বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে, পরে দ্রুত সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছয় বন্দির নিহতের ঘটনায় তিনি বলেন, দুই গ্রুপে মারামারি হয়েছেতারপর নিরাপত্তার জন্য গুলি করা হয়েছেএরা কিভাবে মারা গেছে, ময়নাতদন্ত এবং সুরতহাল প্রতিবেদনে জানা যাবেএখন অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়ে তিনি আরও বলেন, রাতে কারারক্ষীসহ আমরা ভেতরে গিয়ে পাঁচটি লাশ উদ্ধার করি, এরপর আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেবন্দীদের জিম্মি দশায় থাকা অবস্থায় তিন কারারক্ষী আহত হলেও বাকিরা অক্ষত আছেনজেলার আরও বলেন, ময়নাতদন্ত ছাড়া বন্দীদের মৃত্যুর কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না এবং ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তরও সম্ভব নয়এই কারাগারে ৬৬৯ জন কারাবন্দী ছিল, তবে কোনো রাজনৈতিক বা জঙ্গী আসামি বন্দি নেইবিদ্রোহের ঘটনায় কয়েদিদের কেউ পালাতে পারেনি
এদিকে গাজীপুর জেলা কারাগারের বন্দীরা বিদ্রোহ করেছেগত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তারা কারাগারের ভেতর বিদ্রোহ শুরু করেএসময় কারারক্ষীদের ছোড়া রাবার বুলেটে ১৩ বন্দী ও ৩ কারারক্ষী আহত হয়েছেনজানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কারাগারের ভেতরের থাকা বন্দীরা আন্দোলন শুরু করেপরে বন্দীদের পালিয়ে যাওয়া ঠেকাতে কারারক্ষীরা গুলি করতে থাকেতবে এ বিষয়ে দায়িত্বশীল কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নিবর্তমানে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেকারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থানগত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভের খবর পায় গাজীপুর জেলা কারাগারের বন্দিরা
এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার জামিন পাওয়া আসামিদের গত বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা বন্দীরাও মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু করেপরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয়এতে বেশ কয়েকজন আহত হয়েছেতবে ভেতরে এখন সেনাবাহিনী এসেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কারাগারের ওই সূত্র জানিয়েছেন
গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার বলেন, প্রথমে সব শান্ত ছিলতারপর যখন বন্দীরা বিদ্রোহ শুরু করলো, তখন রাবার বুলেট ছুড়লে ৫-৬ জন অজ্ঞান হয়ে গিয়েছিলতবে সিরিয়াস কিছু না, প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জ্ঞান ফিরে এসেছেঅনেকের শরীরে রাবার বুলেটের আঘাত ছিল, এখন ড্রেসিং করে দিয়েছিএরপর দেখলাম একজনের পর একজন আসতেছেকারো চোখে আঘাত, কারো মাথায় আঘাত, কারো পায়ে আঘাতঅনেকেই সেলাই করা লাগছেহয়ত কাউকে সরকারি হাসপাতালে রেফার্ড করা লাগতে পারেএ পর্যন্ত ১৩ জন বন্দী ও ৩ জন কারারক্ষীসহ ১৬জন আহত হয়েছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ