ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
* শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ, গুলি ও পুলিশের গাড়িতে আগুন * বগুড়ায় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া * কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে গুলি ও এসিল্যান্ডের গাড়িতে আগুন

সংঘর্ষে গাজীপুর বগুড়া কুমিল্লা রণক্ষেত্র

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:০৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:০৬:৫৬ পূর্বাহ্ন
সংঘর্ষে গাজীপুর বগুড়া  কুমিল্লা রণক্ষেত্র
গাজীপুর, বগুড়া, কুমিল্লা ও নোয়াখালীতে শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গুলিতে রণক্ষেত্র পরিণত হয়বিক্ষোভকারীরা গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছেএসময় বিক্ষোভকারীরা পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়বগুড়ায় সাতমাথা এলাকায় সন্ধ্যার পর দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয়কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষোভকারীরাএছাড়াও গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা চালানো হয়েছেএসময় তার বাসায় হামলা চালিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করা হয়বর্তমানে ওই বাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
জানা গেছে, গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়েছেএসময় রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পুলিশআন্দোলনকারীরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়এছাড়া পুলিশের দুটি গাড়িতেও দেয়া হয় আগুন
স্থানীয়রা জানান, গতকাল শনিবার বেলা ১১টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেনএদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে দেখা দেয় উত্তেজনাকিছু সময় পর ছাত্ররা মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভার এলাকায় যানতারা সেখানে ভুয়া ভুয়াবলে সেøাগান দিতে থাকেনপরে ছাত্ররা পল্লী বিদ্যুৎ মোড়ে ফিরে যানএর কিছুসময় পর আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করেনএরপর ফের ছাত্ররা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তায় আসেনতারা মাওনা হাইওয়ে, গাজীপুর জেলা পুলিশ, শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালানএকপর্যায়ে মাওনা-শ্রীপুর সড়কের ভাই ভাই সিটি কমপ্লেক্সের সামনে গেলে ছাত্রদের ধাওয়া দেয় পুলিশতাদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করেএতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেএক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্ররা ওই কমপ্লেক্সে থাকা পুলিশের দুটি গাড়িসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান ও আগুন দেনপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেবিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো মাওনা চৌরাস্তার চারপাশেএসময় শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেয়
মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের ছাত্র রাফিউল ইসলাম বলেন, আমাদের ভাইদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবোযাদের হাত আমাদের ভাইদের রক্তে রঞ্জিত তাদের সঙ্গে কোনো আপস নেইডুয়েটের শিক্ষার্থী ইকবাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে আমরা একমতআমাদের সবগুলো দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিউল আলম বলেন, পুলিশের গাড়ি ও পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরাপরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ
অপরদিকে বগুড়ায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছেপুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়েএতে বেশ কয়েক শিক্ষার্থী আহত হনগতকাল শনিবার বিকেল চারটার দিকে শহরের সাতমাথা থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণকালে এ ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সরকার পতনের একদফা দাবিতে বেলা আড়াইটা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী-জনতা সাতমাথা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেনশিক্ষার্থীদের মিছিল ও সেøাগানে সাতমাথা এলাকা পুরোপুরি বন্ধ হয়ে যায়বেলা তিনটার দিকে সাতমাথা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরাএ সময় জিলা স্কুলের ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেনশিক্ষার্থীদের দীর্ঘ মিছিলটি জিলা স্কুল অতিক্রম করার সময় পুলিশকে দেখে ভুয়া, ভুয়াসেøাগান দেয়া হয়এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়েপুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও জুতা নিক্ষেপ করা হয়পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেশিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল ছোড়েনএ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিলা স্কুলের ভেতরে অবস্থান নেন
মিছিলের একাংশ সার্কিট হাউস মোড় অতিক্রম করার সময় পুলিশ প্লাজার সামনে পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়েনপুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়েএ সময় বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে সার্কিট হাউসের অভ্যর্থনাকক্ষের কাচ ভাঙচুর করেনদুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েক শিক্ষার্থী আহত হনপরে জলেশ্বরীতলা, সাতমাথা, সার্কিট হাউস মোড়, জেলা জজ আদালতের সামনের সড়ক, কালীবাড়ী মোড়সহ গোটা শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে
এদিকে কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষোভকারীরাগতকাল শনিবার দুপুর পৌনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে ওই গাড়িতে আগুন দেয়া হয়এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলার এসিল্যান্ড সৌম্য চৌধুরী এবং তার গাড়িচালকএ ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থীসহ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেনএ সময় চান্দিনার এসিল্যান্ড আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েনমুহূর্তের মধ্যেই আন্দোলনরতরা এসি ল্যান্ডের গাড়িতে ভাঙচুর চালানহামলার মধ্যে গাড়ি থেকে নেমে দ্রুত প্রাণ রক্ষা করেন এসি-ল্যান্ড ও তার গাড়িচালকভাঙচুরের এক পর্যায়ে গাড়িতে আগুন দেয়া হয়এ সময় চান্দিনা-বাগুর বাস স্টেশন থেকে মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়
এ ব্যাপারে ইউএনও জাবের মো. সোয়াইব বলেন, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যানদুষ্কৃতকারীরা এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছেতারা কেউ শিক্ষার্থী নয়
এছাড়াও কুমিল্লা নগরীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে হামলা ও গুলির অভিযোগ উঠেছেগতকাল শনিবার দুপুরে নগরীর পুলিশ লাইনস এলাকায় শিক্ষার্থীদের মিছিলের পেছন থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করা হয়এ সময় মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছেহামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছেনগরীর রাণীর দিঘির দক্ষিণ পাড় এবং বাগিচাগাঁও এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মারধর ও গুলি করেনবিকাল ৩টা পর্যন্ত পাঁচ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছেবাগিচাগাঁও ও পুলিশ লাইনস এলাকায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা যায়এ ছাড়াও এ সময় হকিস্টিক, লাঠি ও স্টাম্প দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা
এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী জোবায়দা ইয়াসমিন মুমু বলেন, সারা দেশের সঙ্গে সমন্বয় করে আজ আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিএখানে আমাদের একটাই দাবি, সরকারের পদত্যাগসরকারের পদত্যাগ ছাড়া শিক্ষার্থী সমাজ আর ঘরে ফিরবে নাকুমিল্লার সরকারদলীয় নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করে আমাদের বাধা দিচ্ছে
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন বলেন, আমরা কারও ওপর হামলা করিনিছাত্রদের সঙ্গে শিবির ও বিএনপির লোকরা একাকার হয়ে দেশকে নাশকতার দিকে নিতে চায়আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি
নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছেভাঙচুর করা হয়েছে দোকানপাটতবে এ সময় হতাহতের কোনও ঘটনা ঘটেনিএ সময় পুলিশের কোনও সদস্যকে শহরে অবস্থান নিতে দেখা যায়নিগতকাল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে
দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী বলেন, এ হামলায় কোটা আন্দোলনকারীরা নয়, দুষ্কৃতকারী ও দুর্বৃত্তরা জড়িত ছিলএরা এখন ছাত্র আন্দোলন নয়, আছে জ্বালানো-পোড়ানো নিয়েনোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা পুরো ঘটনা নিবিড় পর্যবেক্ষণে রেখেছিআওয়ামী লীগের দলীয় কার্যালয়ে লাগানো আগুন নিয়ন্ত্রণে এসেছে
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেন আন্দোলনকারীরাএরপর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে
চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাহাঙ্গীর বলেন, মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি
নগর পুলিশের আরেক অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছেতারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছেশিক্ষামন্ত্রীর বাসা দুই নম্বর গেটের মূল সড়ক থেকে আধা কিলোমিটার দূরেনওফেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স