ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

ভর্তুকি কমাতে বাড়ানো হয়েছে রেশনের চাল-গমের মূল্য

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:১৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:১৯:১৪ পূর্বাহ্ন
ভর্তুকি কমাতে বাড়ানো হয়েছে রেশনের চাল-গমের মূল্য
ভর্তুকি কমাতে সশস্ত্র বাহিনী, পুলিশসহ সরকারের প্রাধিকারভুক্ত ১০ প্রতিষ্ঠানে কর্মরতদের রেশনের চাল ও গমের মূল্য বাড়ানো হয়েছেএতে প্রতি কেজি চালের মূল্য ১.৫০ থেকে বাড়িয়ে ১১.২৮ টাকা এবং গম ১.২০ থেকে ৯.২০ টাকা নির্ধারণ করা হয়৩০ জুন গম ও চালের বিক্রয় মূল্য পুননির্ধারণ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিবসহ সুরক্ষা সেবা বিভাগ, খাদ্য, জননিরাপত্তা বিভাগ, প্রতিরক্ষা ও দুর্নীতি দমন কমিশন সচিবকে দেয়া হয়েছেমূলতআইএমএফ-এর শর্ত পূরণে এ উদ্যোগ নেয়া হয়েছে১ জুলাই থেকে আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এ মূল্য কার্যকর থাকবেনতুন মূল্য কার্যকরের ফলে সরকারের পৌনে দুইশ কোটি টাকার বেশি ভর্তুকি ব্যয় সাশ্রয় হবেআগামী অর্থবছরের বাজেটে খাদ্য ভর্তুকি বাবদ ৭৩৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছেঅর্থ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়সংশ্লিষ্ট সূত্র মতে, ৩৩ বছর পর রেশনের চাল ও গমের বিক্রয় মূল্য বাড়ছেসর্বশেষ ১৯৯১ সালে সরকার এসব পণ্যের দাম নির্ধারণ করেছিলএর আগে প্রায়ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালে ১৯৮২-৮৩ সালে সামরিক বাহিনীর সদস্যদের জন্য প্রথমবার রেশন সুবিধা চালু করা হয়পরে বিভিন্ন সময় অন্যান্য প্রতিষ্ঠানের জনবলকে এ সুবিধার আওতায় আনা হয়েছেসূত্র জানায়, সরকারের প্রাধিকারভুক্ত ১০টি প্রতিষ্ঠানের রেশনের চাল ও গমের বিক্রয় মূল্য বৃদ্ধির বিষয়ে অর্থ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কাছ সারসংক্ষেপ পাঠানো হয়সেখানে প্রতি কেজি চাল ও গমের তিন ধরনের মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়ওই প্রেক্ষিতে চাল ও গমের অর্থনৈতিকমূল্যের ২০ শতাংশ নির্ধারণের যে প্রস্তাব করা হয়, তার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রীএখানে অর্থনৈতিকমূল্য হচ্ছে সরকারের চাল ও গম আমদানি বা ক্রয় মূল্য, পরিবহণসহ অন্যান্য আনুষঙ্গিক মিলে মোট ব্যয়প্রধানমন্ত্রী প্রস্তাব অনুমোদনের পর অর্থ বিভাগ হিসাব করে ২০২৪-২৫ অর্থবছরের জন্য চাল ও গমের অর্থনৈতিক মূল্য বের করেছেওই হিসাবে এক মেট্রিক টন চালের মূল্য ৫৬৩৮১.৯৫ টাকা এবং গমের ৪৬১১৯.৪৭৭ টাকা দাঁড়ায়এ মূল্যের ২০ শতাংশ দেবেন রেশন গ্রহীতারা এবং ৮০ শতাংশ ভর্তুকি হিসাবে দেবে সরকারসে অনুযায়ী রেশনের এক কেজি চালের অর্থনৈতিক মূল্য দাঁড়ায় ১১.২৮ টাকা এবং গম ৯.২০ টাকাসূত্র আরো জানায়, প্রায় ৩০ বছর আগে সরকার যে মূল্যে চাল ও গম ক্রয় করতো, সে তুলনায় বর্তমানে অনেক মূল্যে কিনতে হচ্ছেএতে সরকারের ভর্তুকি অনেক বেড়ে যাচ্ছেআর ভর্তুকি কমাতে আইএমএফ-এর চাপ আছেপাশাপাশি অর্থনৈতিক বাস্তবতার নিরিখেও ভর্তুকি কমিয়ে আনা দরকারআর সেটি বাস্তবায়ন করতে গেলে যেসব খাতে ভর্তুকি আছে, সেখানে হাত দিতে হচ্ছেরেশনের চাল ও গমের মূল্য নির্ধারণে আরো একটি পরিবর্তন আনা হয়েছেসেটি হচ্ছে ১৯৯১ সালে সরকার সর্বশেষ রেশন পণ্যের দাম নির্ধারণকালে বলা ছিল ফিক্সড অর্থাৎ নির্ধারিত মূল্য চালের কেজি ১.৫০ টাকা এবং গম ১.২০ টাকাএখন থেকে রেশনের চাল ও গমের বিক্রয়মূল্য হবে সংশ্লিষ্ট অর্থবছরের চাল ও গমের নির্ধারিত অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশএজন্য অর্থ বিভাগ থেকে প্রতি অর্থবছরের শুরুতে চাল ও গমের অর্থনৈতিক মূল্য বের করে প্রতিষ্ঠানগুলোকে জানানো হবেসেক্ষেত্রে প্রতিবছর মূল্য নির্ধারিত না থেকে ওঠানামা করবেরেশনে বিতরণ করা হয় চাল, গম, চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলবর্তমানে সরকারের ১০টি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা রেশন সুবিধা পাচ্ছেনএ প্রতিষ্ঠানগুলো হলো সশস্ত্র বাহিনী বিভাগ (সেনা, নৌ ও বিমান), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক), কারা অধিদপ্তর, বেসরকারি প্রতিরক্ষা, অগ্নিনির্বাপণ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরএসব প্রতিষ্ঠানকে বিশেষ জরুরি হিসাবে প্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠানবলে উল্লেখ করা হয়েছেএদিকে প্রাধিকারপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি জনবল আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তরের আওতায়২০২৪ সালের জানুয়ারির তথ্যানুযায়ী দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ৫ লাখ ১৭ হাজারেরও বেশিসংস্থাভেদে চার সদস্যের একটি পরিবার প্রতিমাসে ৩৫ কেজি চাল ও ৩০ কেজি করে আটা পেয়ে থাকেএ ছাড়া ৫ কেজি চিনি, ৮ কেজি মসুর ডাল এবং ৮ লিটার সয়াবিন তেল পায়সরকার দেশের ভেতর থেকে বাজারমূল্যে কিনে কিংবা বিদেশ থেকে আমদানি করে এসব পণ্য রেশন হিসাবে বিতরণ করেতবে বৈশ্বিক সংকট ও ডলারের উচ্চমূল্যের কারণে বিশ্ববাজারে চাল ও গমের দাম বেড়েছেযে কারণে এসব খাতে সরকারের ব্যয়ও আগের তুলনায় বেশি হচ্ছেএসব কারণে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বিদেশ থেকে সরকারের চাল ও গম আমদানিতে বাড়তি ব্যয় হবে ১৫৯১ কোটি টাকানতুন বাজেটে বিদেশ থেকে সাড়ে ১০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছেএর মধ্যে রয়েছে ৭ লাখ টন গম এবং ৩ লাখ ৫০ হাজার টন চালএতে মোট আমদানি ব্যয় হবে ৫৮০৬ কোটি টাকা, যা গত অর্থবছরে ছিল ৪২১৫ কোটি টাকা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স