ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

পুঁজি হারানোর শঙ্কায় ফুটপাতের ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন
পুঁজি হারানোর শঙ্কায় ফুটপাতের ব্যবসায়ীরা
অর্থনৈতিক রিপোর্টার
দোকান-পাট খোলার পাঁচদিন পার হলেও ক্রেতা সংকটে ব্যবসা জমেনি ফুটপাতের দোকানগুলোতেবেচা-বিক্রি না থাকায় স্বল্প আয়ের ব্যবসায় পুঁজি হারানোর শঙ্কায় পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাএ অবস্থায় পকেট খরচ তুলতেও হিমশিম খাচ্ছেন তারাগতকাল বুধবার ফার্মগেট, নিউমার্কেটসহ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে
কোটা সংস্কার নিয়ে টানা কয়েকদিনের আন্দোলন-অবরোধে দেশে ব্যবসা-বাণিজ্যে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউতিনদিন ঘোষণা করা হয় সাধারণ ছুটিপরে গত বুধবার (২৪ জুলাই) কারফিউ শিথিল করা হলে শুরু হয় অফিস-আদালতের কার্যক্রমবাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্তে খুলতে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতানব্যবসা টিকিয়ে রাখতে ফুটপাতের ব্যবসায়ীরাও খুলতে শুরু করেন দোকানকিন্তু ক্রেতা কম থাকায় বেশিরভাগ ব্যবসাতেই মন্দা পরিস্থিতি যাচ্ছেবড় ব্যবসায়ীরা ধাক্কা সামলে নিতে পারলেও ফুটপাতের ব্যবসায়ীদের মাথায় হাতবেচা-বিক্রি না থাকায় মূলধন হারানোর শঙ্কায় ভুগছেন তারাফুটপাতের ব্যবসায়ীরা জানান, কারফিউ কিছু সময় শিথিল থাকলেও ক্রেতা আসছে নাএ সময়টাতে কর্মব্যস্ত মানুষ ছুটছেন অফিস-কর্মক্ষেত্রেএছাড়া, মাসের শেষ হওয়ায় মানুষের হাতে বাড়তি পণ্য কেনার মতো টাকাও নেইযে কারণে বিক্রি তলানিতে নেমেছেটানা দোকান বন্ধ থাকা এবং এরপর বিক্রি কমে যাওয়ায় পুঁজি ভেঙে সংসারের খরচ মেটাচ্ছেন তারাফার্মগেট এলাকার ফুটপাতের বিক্রেতা রিয়াজুল বলেন, আমাদের ক্রেতা মূলত স্বল্প আয়ের মানুষকদিন ধরে মানুষজন ঘরে বন্দি ছিলেনকোনো ইনকাম নেইনগদ টাকা যা ছিল, খেয়েপরে বেঁচে আছেনএখন খাওয়ার টাকা জোগাড় করতে ব্যস্ত তারাকাপড়-চোপড়ে মনোযোগ নেইতবে স্কুল-কলেজ খোলা থাকলে তাও কিছুটা বিক্রি হতমাহবুব নামের আরেক বিক্রেতা বলেন, ফুটপাতে আসলে বেচা-বিক্রি হয় মানুষের অফিস যাওয়া-আসার সময়কারফিউয়ের কারণে মানুষ রাস্তায় দাঁড়াচ্ছেন কমবাসায় ফেরার জন্য ব্যস্ত থাকছেন বেশিতাছাড়া মাসের শেষে মানুষের হাতে টাকা-পয়সা কমবেতন পেলে হয়তো আমাদেরও বিক্রি বাড়বেকিন্তু ততোদিনে ব্যবসার পুঁজি থাকলেই হয়ভাত তো আমাদেরও খাইতে হয়নিউমার্কেট এলাকার ফুটপাতে গৃহস্থালি পণ্য বিক্রেতা রইস উদ্দিন বলেন, ১০ দিন পর দোকান খুলছিগ্রামেও যাইতে পারি নাইঘরে আটকে থেকে হাত একদম খালিকিন্তু ব্যবসার যে পরিস্থিতি, যা বিক্রি হচ্ছে, সেটা দিয়ে নিজের পকেট খরচই উঠছে নাহাতে নিয়ে মেয়েদের জুয়েলারি বিক্রি করতেন মাতুব্বর আলীচলামান পরিস্থিতিতে ব্যবসা পরিবর্তন করে চাঁদনী চকের সামনে শসা বিক্রি করছেন তিনিতিনি বলেন, ‘জানি বিক্রি হইবো নাতাই ব্যবসা পাল্টাইছিপ্যাট তো আর বইস্যা থাকতে দেয় নাঅবস্থা ভালা হইলে আবার পুরান ব্যবসায় ফেরত যামু

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য