ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

পুঁজি হারানোর শঙ্কায় ফুটপাতের ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন
পুঁজি হারানোর শঙ্কায় ফুটপাতের ব্যবসায়ীরা
অর্থনৈতিক রিপোর্টার
দোকান-পাট খোলার পাঁচদিন পার হলেও ক্রেতা সংকটে ব্যবসা জমেনি ফুটপাতের দোকানগুলোতেবেচা-বিক্রি না থাকায় স্বল্প আয়ের ব্যবসায় পুঁজি হারানোর শঙ্কায় পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাএ অবস্থায় পকেট খরচ তুলতেও হিমশিম খাচ্ছেন তারাগতকাল বুধবার ফার্মগেট, নিউমার্কেটসহ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে
কোটা সংস্কার নিয়ে টানা কয়েকদিনের আন্দোলন-অবরোধে দেশে ব্যবসা-বাণিজ্যে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউতিনদিন ঘোষণা করা হয় সাধারণ ছুটিপরে গত বুধবার (২৪ জুলাই) কারফিউ শিথিল করা হলে শুরু হয় অফিস-আদালতের কার্যক্রমবাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্তে খুলতে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতানব্যবসা টিকিয়ে রাখতে ফুটপাতের ব্যবসায়ীরাও খুলতে শুরু করেন দোকানকিন্তু ক্রেতা কম থাকায় বেশিরভাগ ব্যবসাতেই মন্দা পরিস্থিতি যাচ্ছেবড় ব্যবসায়ীরা ধাক্কা সামলে নিতে পারলেও ফুটপাতের ব্যবসায়ীদের মাথায় হাতবেচা-বিক্রি না থাকায় মূলধন হারানোর শঙ্কায় ভুগছেন তারাফুটপাতের ব্যবসায়ীরা জানান, কারফিউ কিছু সময় শিথিল থাকলেও ক্রেতা আসছে নাএ সময়টাতে কর্মব্যস্ত মানুষ ছুটছেন অফিস-কর্মক্ষেত্রেএছাড়া, মাসের শেষ হওয়ায় মানুষের হাতে বাড়তি পণ্য কেনার মতো টাকাও নেইযে কারণে বিক্রি তলানিতে নেমেছেটানা দোকান বন্ধ থাকা এবং এরপর বিক্রি কমে যাওয়ায় পুঁজি ভেঙে সংসারের খরচ মেটাচ্ছেন তারাফার্মগেট এলাকার ফুটপাতের বিক্রেতা রিয়াজুল বলেন, আমাদের ক্রেতা মূলত স্বল্প আয়ের মানুষকদিন ধরে মানুষজন ঘরে বন্দি ছিলেনকোনো ইনকাম নেইনগদ টাকা যা ছিল, খেয়েপরে বেঁচে আছেনএখন খাওয়ার টাকা জোগাড় করতে ব্যস্ত তারাকাপড়-চোপড়ে মনোযোগ নেইতবে স্কুল-কলেজ খোলা থাকলে তাও কিছুটা বিক্রি হতমাহবুব নামের আরেক বিক্রেতা বলেন, ফুটপাতে আসলে বেচা-বিক্রি হয় মানুষের অফিস যাওয়া-আসার সময়কারফিউয়ের কারণে মানুষ রাস্তায় দাঁড়াচ্ছেন কমবাসায় ফেরার জন্য ব্যস্ত থাকছেন বেশিতাছাড়া মাসের শেষে মানুষের হাতে টাকা-পয়সা কমবেতন পেলে হয়তো আমাদেরও বিক্রি বাড়বেকিন্তু ততোদিনে ব্যবসার পুঁজি থাকলেই হয়ভাত তো আমাদেরও খাইতে হয়নিউমার্কেট এলাকার ফুটপাতে গৃহস্থালি পণ্য বিক্রেতা রইস উদ্দিন বলেন, ১০ দিন পর দোকান খুলছিগ্রামেও যাইতে পারি নাইঘরে আটকে থেকে হাত একদম খালিকিন্তু ব্যবসার যে পরিস্থিতি, যা বিক্রি হচ্ছে, সেটা দিয়ে নিজের পকেট খরচই উঠছে নাহাতে নিয়ে মেয়েদের জুয়েলারি বিক্রি করতেন মাতুব্বর আলীচলামান পরিস্থিতিতে ব্যবসা পরিবর্তন করে চাঁদনী চকের সামনে শসা বিক্রি করছেন তিনিতিনি বলেন, ‘জানি বিক্রি হইবো নাতাই ব্যবসা পাল্টাইছিপ্যাট তো আর বইস্যা থাকতে দেয় নাঅবস্থা ভালা হইলে আবার পুরান ব্যবসায় ফেরত যামু

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য