ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
ভারি বৃষ্টিপাতের কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে

কেরালায় ভূমিধসে নিহত ৮৯, আটকা বহু মানুষ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৪ ১২:০৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৪ ১২:০৪:৪০ পূর্বাহ্ন
কেরালায় ভূমিধসে নিহত ৮৯, আটকা বহু মানুষ
জনতা ডেস্ক
নয়নাভিরাম সৌন্দর্যের জন্য পরিচিত ভারতের কেরালা রাজ্যের মুন্ডাকাই, চুরালমালা, আট্টামালা আর নুলপুঝায় ধ্বংসস্তূপ ফুটে উঠছে প্রকৃতিরই এক বিপর্যয়ে
গতকাল মঙ্গলবার ভোরে ব্যাপক ভূমিধসে পাহাড়ি জেলা ওয়েনাড়ের বিভিন্ন স্থানে শিশুসহ অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের দৈনিক হিন্দুএ ঘটনায় কয়েকশ মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে
রাজ্যের বনমন্ত্রী এ কে সসেন্দ্রন জানিয়েছেন, আহত অন্তত ৬৬ জনের চিকিৎসা চলছে স্থানীয় বিভিন্ন হাসপাতালেএ ঘটনায় দুই দিন রাজ্যে শোক ঘোষণা করেছে কেরালা সরকারবিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহউদ্ধার অভিযান ও পুনর্বাসনে সব ধরনের সহায়তার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়েনাড়ের সাবেক এমপি রাহুল গান্ধীতিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজজনাথি সিংহ ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন
লোকসভায় দেয়া বক্তৃতায় রাহুল বলেছেন, উদ্ধার ও চিকিৎসা নিশ্চিতে সম্ভাব্য সব ধরনের সহায়তার জন্য আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, মৃতদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দেয়ার অনুরোধ জানাচ্ছিপরিবহন ও যোগাযোগের গুরুত্বপূর্ণ লাইনগুলো দ্রুত সচল করুনযত তাড়াতাড়ি সম্ভব ত্রাণের ব্যবস্থা করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য একটি রোডম্যাপ তৈরি করুন
ওয়েনাড়ের বিভিন্ন জায়গায় ভূমিধস হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিহড়কা বানে চুরালমালার সঙ্গে সংযোগকারী একটি সেতু ধসে যাওয়ায় মুন্ডাকাই ও আট্টামালা এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছেসড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড় জেলা
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযানে সব সরকারি সংস্থা কাজ করছেউদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মন্ত্রীরাতারা চলমান অভিযানে সমন্বয় করছেন
ভূমিধস ও বৃষ্টিজনিত অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ন্যাশনাল হেলথ মিশন নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বলে জানিয়েছেন তিনি
পিনারাই জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তাকে ফোন করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভূমিধসে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদী খুবই মর্মাহতহয়েছেনতিনি ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন
এনডিটিভি লিখেছে, ঘটনাস্থলে দমকলকর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছেউদ্ধার অভিযানে সহায়তা করতে কানপুর প্রতিরক্ষা নিরাপত্তা কোরের দুটি দল যোগ দিয়েছে
বিমান বাহিনীর দুটি উড়োজাহাজও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে জানিয়ে দৈনিক হিন্দু লিখেছে, দৃশ্যমানতা কমে যাওয়ায় ও ভারি বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছেএখনও বহু মানুষ আটকা বলে জানাচ্ছেন স্থানীয়রা
কেরালার মধ্য ও উত্তরের জেলাগুলোতে গতকাল মঙ্গলবার দিনভর ভারি বৃষ্টির আভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিসসংস্থাটি ওয়েনাড়সহ সেখানকার আট জেলায় রেড অ্যালার্ট জারি করেছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য