ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

নিউমার্কেটের বেচাবিক্রি কমে নেমেছে ৫ শতাংশে

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:২৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:২৪:০৩ পূর্বাহ্ন
নিউমার্কেটের বেচাবিক্রি কমে নেমেছে ৫ শতাংশে

অর্থনৈতিক রিপোর্টার
টানা পাঁচদিন অচলাবস্থার পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকাগত বুধবার থেকে খুলতে শুরু করেছে রাজধানীর বেশিরভাগ দোকান ও বিপণিবিতানতবে ক্রেতাশূন্য অবস্থায় দিন কাটছে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদেরএ এলাকার প্রায় প্রতিটি মার্কেটের বিক্রেতারা পার করছেন অলস সময়ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি, অবরোধ ও কারফিউয়ের ধাক্কায় বেচাবিক্রি কমে ৫ শতাংশে নেমেছেএ অবস্থায় চলতি মাসে দোকান ভাড়া পরিশোধের অর্থ জোগাতে হিমশিম খাচ্ছেন তারাওই এলাকার গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, গ্লোব শপিং সেন্টারসহ সবগুলো মার্কেটই ক্রেতাশূন্য অবস্থায় দেখা গেছেগত ৭ জুলাই থেকে বাংলা ব্লকেডঅবরোধ কর্মসূচি শুরু হলে এর প্রভাব পড়ে নিউমার্কেট এলাকার মার্কেটগুলোতে
নিউমার্কেট থানার আওতাধীন সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করার ফলে এই এলাকায় স্থবির পরিস্থিতি তৈরি হয়আন্দোলনের কারণে ক্রেতারা আতঙ্কে এই এলাকার মার্কেটে কম এসেছেনএমন পরিস্থিতির মধ্যেই ১১ জুলাই টানা বৃষ্টিতে কোমরপানির নিচে চলে যায় ঢাকার নিউমার্কেট এলাকাএ পানি সরতে দুইদিন সময় লেগে যায়পানিতে ডুবে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয় ব্যবসায়ীদেরগত ১৭ জুলাই বুধবার থেকে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের কারণে এ এলাকায় বেচাকেনায় বিঘ্ন ঘটেএতে সেখানকার সব বিপণিবিতান বন্ধ হয়ে যায়যার রেশ এখনও কাটেনিকারফিউ চলমান থাকায় খুব বেশি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউযে কারণে ক্রেতার খরা চলছে বিপণিবিতানগুলোতেটানা তিনদিন সরকারি ছুটির পর বুধবার (২৪ জুলাই) সকাল থেকে ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস-আদালত খোলার নির্দেশ দেয়া হয়পাশাপাশি সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়সরকারি নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি এই সময় দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত জানায়সরকারি নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি এই সময় দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত জানায়সরেজমিন দেখা যায়, অনেক দোকানে সারা দিনে এক টাকার পণ্যও বিক্রি হয়নিকেউ কেউ সামান্য বিক্রি করে যাওয়া-আসার ভাড়াটা তুলেছেন
নুরজাহান মার্কেটে মেয়েদের পোশাকের দোকান এফএম পয়েন্টের স্বত্বাধিকারি মো: পলাশ বলেন, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যবসায় মন্দা যাচ্ছেদোকানের খরচ তো উঠছেই না, পকেট খরচও তুলতে পারছি নাপরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে সেটাও জানি নাদোকানের ভাড়া কীভাবে দেবো জানি নাপুরো মাসজুড়েই আমাদের বড় ক্ষতি টানতে হবেতিনি বলেন, দোকান ভাড়া ৫০ হাজার টাকাগতকাল দুই পিস জামা ৮০০ টাকায় বিক্রি করেছিআজ এক টাকাও বিক্রি হয়নিএমনকি কেনা দাম হাঁকিয়েও ক্রেতা পাচ্ছি নাবেচাবিক্রি ৯৫ শতাংশ কমে গেছেগ্লোব শপিং সেন্টারে ছেলেদের পোশাক বিক্রেতা পলিন ফ্যাশনের বিক্রয়কর্মী মো. আরিফ বলেন, সাধারণ সময়ে দিনে বিক্রি হয় ৩০-৪০ হাজার টাকাগতকাল ৩ হাজার টাকা বিক্রি হয়েছেএখন দুপুর ২টা, একটা পোশাকও বিক্রি হয়নিদোকান খুলে বসে আছিআবার ৫টার মধ্যেই বন্ধ করতে হবেস্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বিপণিবিতানগুলো খোলা থাকে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য