ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে
বিআরটিএর রেজিস্ট্রেশন বন্ধ

দিনে ৩৫ কোটি টাকা ক্ষতির দাবি বারভিডার

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:২১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:২১:৪৪ পূর্বাহ্ন
দিনে ৩৫ কোটি টাকা ক্ষতির দাবি বারভিডার
অর্থনৈতিক রিপোর্টার
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় ও মিরপুর ১৪ নম্বরে সার্কেল-১ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরাআগুনে সেখানকার ডেটা সেন্টারসহ অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়ফলে গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স কার্ড, রুট পারমিটসহ চার ধরনের সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি
এদিকে বিআরটিএর গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গাড়ি আমদানিকারকরাস্বাভাবিক অবস্থায় দিনে ১০০ থেকে ১২০টি গাড়ি রেজিস্ট্রেশন হতো বিআরটিএতেবর্তমানে তা বন্ধ থাকায় গাড়ি আমদানিকারকদের দিনে ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)এ অবস্থায় বারভিডার তরফে বিআরটিএর প্রতি ম্যানুয়াল পদ্ধতিতে গাড়ির রেজিস্ট্রেশন দেয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন বারভিডার সভাপতি হাবিব উল্লাহ ডনহাবিব উল্লাহ বলেন, দেশের আমদানি করা গাড়ির ৮০ শতাংশই তাদের সংগঠনের সদস্যদের মাধ্যমে আমদানি হয়এই খাতে তাদের বিনিয়োগ ২০ হাজার কোটি টাকাপাশাপাশি আমদানি খাতে বারভিডা দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্বপ্রদানকারীবছরে গাড়ি আমদানি বাবদ প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব দেন তারাবর্তমানে তাদের আমদানি করা ১০০ থেকে ১২০টি গাড়ি রেজিস্ট্রেশন হয় প্রতিদিনবিআরটিএর কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে এসব গাড়ির আর রেজিস্ট্রেশন হচ্ছে নাএতে বারভিডার ক্ষতি হচ্ছে দৈনিক ৩০ থেকে ৩৫ কোটি টাকাগাড়ি রেজিস্ট্রেশন না হওয়ার কারণে গ্রাহকদের থেকে গাড়ি বিক্রির অবশিষ্ট টাকাও আদায় করতে পারছেন না তারাএতে ক্ষতির মুখে পড়ার পাশাপাশি বন্দর থেকে গাড়ি ছাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানেও জটিলতার মুখে পড়ছেন গাড়ি আমদানিকারকরাবন্দর থেকে গাড়ি খালাস করতে সমস্যায় পড়ছেন তারাফলে বর্তমানে বন্দরগুলোতে বাড়ছে আমদানি করা গাড়ির জটহাবিব উল্লাহ ডন বলেন, বৃহস্পতিবার বারভিডার তরফে ক্ষতিগ্রস্ত বিআরটিএ কার্যালয়ের ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন তারাসেখানে বিআরটিএ চেয়ারম্যানের কাছে অবিলম্বে গাড়ির রেজিস্ট্রেশন দেয়ার আহ্বান জানান বারভিডার নেতারাতবে বিআরটিএ ভবন পুরোপুরি পুড়ে সার্ভার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় এই মুহূর্তে ডিজিটাল পদ্ধতিতে গাড়ির রেজিস্ট্রেশন করা সম্ভব নয় বলে জানান বিআরটিএ চেয়ারম্যানতবে দ্রুত ক্ষতিগ্রস্ত সার্ভার ঠিক করার মাধ্যমে ফের রেজিস্ট্রেশন চালুর আশ্বাস দেন তিনি
সহিংসতার ক্ষয়ক্ষতির ব্যাপারে সম্প্রতি বিআরটিএর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল সাংবাদিকদের জানান, মিরপুর সার্কেল অফিসে অটোমেটিক ফিটনেস সনদের মেশিন পুড়ে গেছেঅন্যদিকে বনানীতে প্রধান কার্যালয়ের ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট সিস্টেম, ইলেকট্রনিক ও আইটি ডেটা সেন্টার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেএ কারণে রুট পারমিট, রেজিস্ট্রেশন সনদ সেবা দিতে পারবে না বিআরটিএএদিকে বনানী ও মিরপুরে অগ্নিসংযোগের ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বিআরটিএবনানী কার্যালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছেকমিটির আহ্বায়ক করা হয়েছে বিআরটিএর পরিচালক (প্রশাসন) আজিজুল ইসলামকেঅন্যদিকে মিরপুর সার্কেল অফিসের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছেকমিটির প্রধান বিআরটিএর উপপরিচালক রকিবুল ইসলামকমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য