ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা
বিআরটিএর রেজিস্ট্রেশন বন্ধ

দিনে ৩৫ কোটি টাকা ক্ষতির দাবি বারভিডার

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:২১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:২১:৪৪ পূর্বাহ্ন
দিনে ৩৫ কোটি টাকা ক্ষতির দাবি বারভিডার
অর্থনৈতিক রিপোর্টার
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় ও মিরপুর ১৪ নম্বরে সার্কেল-১ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরাআগুনে সেখানকার ডেটা সেন্টারসহ অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়ফলে গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স কার্ড, রুট পারমিটসহ চার ধরনের সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি
এদিকে বিআরটিএর গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গাড়ি আমদানিকারকরাস্বাভাবিক অবস্থায় দিনে ১০০ থেকে ১২০টি গাড়ি রেজিস্ট্রেশন হতো বিআরটিএতেবর্তমানে তা বন্ধ থাকায় গাড়ি আমদানিকারকদের দিনে ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)এ অবস্থায় বারভিডার তরফে বিআরটিএর প্রতি ম্যানুয়াল পদ্ধতিতে গাড়ির রেজিস্ট্রেশন দেয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন বারভিডার সভাপতি হাবিব উল্লাহ ডনহাবিব উল্লাহ বলেন, দেশের আমদানি করা গাড়ির ৮০ শতাংশই তাদের সংগঠনের সদস্যদের মাধ্যমে আমদানি হয়এই খাতে তাদের বিনিয়োগ ২০ হাজার কোটি টাকাপাশাপাশি আমদানি খাতে বারভিডা দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্বপ্রদানকারীবছরে গাড়ি আমদানি বাবদ প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব দেন তারাবর্তমানে তাদের আমদানি করা ১০০ থেকে ১২০টি গাড়ি রেজিস্ট্রেশন হয় প্রতিদিনবিআরটিএর কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে এসব গাড়ির আর রেজিস্ট্রেশন হচ্ছে নাএতে বারভিডার ক্ষতি হচ্ছে দৈনিক ৩০ থেকে ৩৫ কোটি টাকাগাড়ি রেজিস্ট্রেশন না হওয়ার কারণে গ্রাহকদের থেকে গাড়ি বিক্রির অবশিষ্ট টাকাও আদায় করতে পারছেন না তারাএতে ক্ষতির মুখে পড়ার পাশাপাশি বন্দর থেকে গাড়ি ছাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানেও জটিলতার মুখে পড়ছেন গাড়ি আমদানিকারকরাবন্দর থেকে গাড়ি খালাস করতে সমস্যায় পড়ছেন তারাফলে বর্তমানে বন্দরগুলোতে বাড়ছে আমদানি করা গাড়ির জটহাবিব উল্লাহ ডন বলেন, বৃহস্পতিবার বারভিডার তরফে ক্ষতিগ্রস্ত বিআরটিএ কার্যালয়ের ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন তারাসেখানে বিআরটিএ চেয়ারম্যানের কাছে অবিলম্বে গাড়ির রেজিস্ট্রেশন দেয়ার আহ্বান জানান বারভিডার নেতারাতবে বিআরটিএ ভবন পুরোপুরি পুড়ে সার্ভার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় এই মুহূর্তে ডিজিটাল পদ্ধতিতে গাড়ির রেজিস্ট্রেশন করা সম্ভব নয় বলে জানান বিআরটিএ চেয়ারম্যানতবে দ্রুত ক্ষতিগ্রস্ত সার্ভার ঠিক করার মাধ্যমে ফের রেজিস্ট্রেশন চালুর আশ্বাস দেন তিনি
সহিংসতার ক্ষয়ক্ষতির ব্যাপারে সম্প্রতি বিআরটিএর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল সাংবাদিকদের জানান, মিরপুর সার্কেল অফিসে অটোমেটিক ফিটনেস সনদের মেশিন পুড়ে গেছেঅন্যদিকে বনানীতে প্রধান কার্যালয়ের ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট সিস্টেম, ইলেকট্রনিক ও আইটি ডেটা সেন্টার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেএ কারণে রুট পারমিট, রেজিস্ট্রেশন সনদ সেবা দিতে পারবে না বিআরটিএএদিকে বনানী ও মিরপুরে অগ্নিসংযোগের ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বিআরটিএবনানী কার্যালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছেকমিটির আহ্বায়ক করা হয়েছে বিআরটিএর পরিচালক (প্রশাসন) আজিজুল ইসলামকেঅন্যদিকে মিরপুর সার্কেল অফিসের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছেকমিটির প্রধান বিআরটিএর উপপরিচালক রকিবুল ইসলামকমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য