ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা
অপচিকিৎসায় দুর্ভোগ : * ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল * মানা হচ্ছে না সরকারি নিয়ম নীতিমালা * বিভিন্ন হাসপাতালের আয়া এখন নার্স

মানহীন ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে ঠকছেন রোগীরা

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ১২:৩৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ১২:৩৬:১৬ পূর্বাহ্ন
মানহীন ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে ঠকছেন রোগীরা
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালমানা হচ্ছে না সরকারি নিয়ম নীতিমালাচিকিৎসার পরিবর্তে প্রতারিত হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীরাফলে এ ধরণের অপচিকিৎসায় বিপন্ন হচ্ছে এলাকার সহজ সরল মানুষের জীবন
নেত্রকোনা সিভিল সার্জন অফিসের নাকের ডগায় গড়ে ওঠেছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজি, ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালজেলা শহরেই ৮৪টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল রয়েছেএরমধ্যে অধিকাংশই অনুমোদনহীনআবার কোন কোন উপজেলায় ডায়াগনস্টিক সেন্টার থাকলেও নেই অনুমোদনদেদারছে চলছে ডায়াগনস্টিক সেন্টারের নামে এসব অবৈধ ব্যবসাএরকম অবস্থায় নেত্রকোনা জেলা শহরসহ সব উপজেলায় চিকিৎসা সেবার নামে চলছে প্রতারণাতারপরও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট দফতরতবে অপচিকিৎসার কথা স্বীকার করে সিভিল সার্জন বলেন, তিনি ওই সমস্ত অনুমোদনহীন ক্লিনিক বন্ধ করতে চান, কিন্তু পারছেন না
একদিকে অনুমোদনহীভাবে চলছে এসব ব্যবসা প্রতিষ্ঠানঅপরদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্বনেত্রকোনা সিভিল সার্জন ও পরিবেশ অধিদফতর অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলায় ১৭৯টি ডায়াগনিস্টিক সেন্টার, প্যাথলজি, ক্লিনিক ও প্রাইভেট হাসপাতাল রয়েছেএর মধ্যে ৩১টি ডায়াগনস্টিক ও হাসপাতালের নবায়নকৃত লাইসেন্স আছে এবং ২৬টি নাবয়নের জন্য আবেদন করা আছেবাকি ১২২টির লাইসেন্স করা হলেও নিয়মের বেড়াজালে হয়নি নবায়নতারপরও চলছে চিকিৎসা সেবা কার্যক্রমআটপাড়া উপজেলার সিজারিয়ান প্রসূতি রোগী এনাম হাসপাতালে চিকিৎসা নিতে আসা একজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমার তিনদিন হয় সিজার হয়েছেএরপর আর ডাক্তার আসেনিনাম প্রকাশ না করার শর্তে প্রাইভেট হাসপাতালে কয়েকজন কর্তব্যরত নার্সের সাথে কথা হয়এদের মধ্যে নার্সিংয়ে অধ্যয়নরত, বিভিন্ন হাসপাতালে আয়ার কাজ করে এখন নার্সের কাজ করছেন
নেত্রকোনার ডায়াগনস্টিক সেন্টার ও প্রইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মান্নান খান আরজু বলেন, দাফতরিক অব্যবস্থাপনার কারণে অনুমোদনহীন ডায়াগনস্টিক ও হাসপাতাল গড়ে উঠেছেযাদের ছাড়পত্র পাওয়ার যোগ্যতা আছে পরিবেশ অধিদফতর তাদের অনুমোদন দিয়ে অন্য গুলোর আবেদন বাতিল করতো তাহলে চিকিৎসা সেবার মান ভাল হতোএছাড়াও ডায়াগনষ্টিক সেন্টারে যে সব পরীক্ষা করা হয় অধিকাংশগুলোতে সরঞ্জামাদিই নেইআমরা চাই সংশ্লিষ্ট দফতর কর্যকর দায়িত্ব পালনের মাধ্যমে লাইসেন্সের আওতায় অথবা বাতিল করে জনসাধারণকে সঠিক চিকিৎসা সেবার মান নিশ্চিত করা হোকসুশাসনের জন্য নাগরিক (সুজন) নেত্রকোনা জেলা শাখার সভাপতি শ্যামলেন্দু পাল বলেন, আমি কয়েকদিন আগে সিভিল সার্জন অফিসের কথা বলেছিলামতারা বলেছেন এবছর কয়েকটি অভিযান পরিচালনা করেছেনসঠিক প্রমাণাদি না থাকায় কয়েকটির লাইসেন্স বাতিল করেছেনতবে বর্জ্য ব্যবস্থাপনা আইন না মেনেও কিছু ডায়াগনস্টিক ও হাসপাতাল চলছেএছাড়াও কিছু অনিয়মও আছেএগুলোর ব্যাপারে সঠিক তদারকি দরকার
নেত্রকোনা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ জানান, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ অধিদফতরের নীতিমালা অনুযায়ী যাদের সব ঠিক আছে আমি তাদের ছাড়পত্র দিয়েছিনেত্রকোনায় যোগদানের আগে অনেক আবেদন হয়েছিল সেগুলো যাছাই বাছাই করে কিছু অনুমোদন পেয়েছে আবার অনেকগুলো বাতিল হয়েছেআর বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলো স্বাস্থ্য অধিদফতর দেখেনেত্রকোনা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা অনুমোদনহীন ডায়াগনিস্টিক সেন্টার ও হাসপাতালের অপচিকিৎসার বিষয়টি স্বীকার করে বলেন, এরই মধ্যে জেলা সদর ও দুর্গাপুরে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার নানা ত্রুটির কারণে বন্ধ করা হয়েছেঅভিযান অব্যাহত আছেঅনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইকিন্তু অনেক বড় বড় রিকুয়েস্ট আসে সে জন্যে কাজ ঠিকমতো করা যায় না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ