ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ১১:৩৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ১১:৩৯:১৬ পূর্বাহ্ন
সতর্ক অবস্থানে আওয়ামী লীগ
শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনে গত রোববার রাতে ঢাবিতে তুমি কে আমি কে, রাজাকার-রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার-সরকার’, ‘রাজাকার আসছে, রাজপথ কাঁপছে’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’-সহ বিভিন্ন সেøাগান দেয়াকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাএকইসঙ্গে রাজাকারসেøাগান দেয়া মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের ইতিহাসের প্রতি গভীর অসম্মান প্রদর্শনএ ধরনের সেøাগানধারীদের সরকারি চাকরিতে নিষিদ্ধ করা এবং অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাশুধু আওয়ামী লীগ কিংবা বিভিন্ন সংগঠন নয়, এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাতিনি বলেন, রোকেয়া হলের মেয়েরা রাজাকার বলে সেøাগান দেয়, কোন চেতনা তারা বিশ্বাস করে? এ কোন দেশে বাস করছি? এই প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোটা সংস্কার নিয়ে যা বললেন কাদের: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোনো প্রকার উসকানিতে কেউ পা দেবেন নাআমাদের কেউ যেন কোনো প্রকার উসকানিতে না যায় সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছিতিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের অরাজনৈতিক আন্দোলনে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনীতিক দল সমর্থন দিয়েছেতাই নজর রাখতে হবে উসকানি দিয়ে-ইন্ধন দিয়ে যাতে কোনো বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবেসতর্ক থাকতে হবে
সতর্ক অবস্থানে নগর আওয়ামী লীগ: ৭১-এর স্বাধীনতাবিরোধী-রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, তাদের সন্তানদের সরকারি চাকরিতে না এবং নাগরিক অধিকার সংকোচনসহ রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তৃণমূল ও নগর আওয়ামী লীগের নেতারাএকইসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের নামে নিজেদের রাজাকার দাবি করা স্বাধীনতার নীতি ও আদর্শের পরিপন্থী বলে মনে করেন নেতারাগত রোববার কোটা আন্দোলনকারীরা টিএসসি এলাকা ত্যাগ করার পর দিবাগত রাতে একই জায়গায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাএরপর গতকাল সোমবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে কোটাবিরোধী সমাবেশে রাজাকার এবং স্বাধীনতাবিরোধী সেøাগানের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ মিছিলে নেতারা এসব কথা বলেনকোটা আন্দোলনে মিছিল ঘিরে মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা সকাল থেকেই সতর্ক অবস্থান নেয় নেতারাএ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহভাপতি ডাক্তার দীলিপ রায় ও হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও আক্তার হোসেনসহ নেতৃবৃন্দএছাড়াও উপস্থিত ছিলেন-ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু, কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিন প্রমুখএদিন কোনো প্রকার ঘোষণা ছাড়াই সকাল ১০টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ নেতাকর্মীরাবিভিন্ন থানা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আসেনএ সময় থানা-ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়ে কোটাবিরোধীদের বিরুদ্ধে পাল্টা মুক্তিযুদ্ধের স্বপক্ষে সেøাগান দিতে দেখা যায়পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন বলেন, ঢাকায় কোনো অপশক্তিকে বিশৃঙ্খলা করতে দেব নাআমরা রাজপথে ছিলাম আছি, রাজপথে থাকবোএকইসঙ্গে কোটাবিরোধী আন্দোলনের নামে বিশৃঙ্খলা-নাশকতা রুখে দিতে আমরা মাঠে আছি এবং থাকবোঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেন, যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ; নিরাপদ বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশজয় বাংলা, জয় বঙ্গবন্ধুতিনি বলেন, আজকে যারা কোটা সংস্কার আন্দোলনের নামে নিজেদের রাজাকারের  দোসর হিসেবে সেøাগান দিয়েছে, আমাদেরও আর বুঝতে বাকি নেই-তারা প্রকৃতপক্ষে রাজাকারের সন্তান এবং তাদের নাতি-পুতিতিনি বলেন, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবেপাশাপাশি নাগরিক সুবিধা সংকুচিতসহ তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবেকদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবেএকইসঙ্গে রাজাকারদের সন্তানদের সরকারের সকল সুযোগ-সুবিধা থেকে চিরতবে বিদায় জানাতে হবে
দেশকে অস্থিতিশীল করতে দেবো না: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের সরকার অনেক শক্তিশালী, আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দেবো নাগতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেনড. হাছান মাহমুদ বলেন, গত রোববার রাতে যে ধরনের সেøাগান দেয়া হয়েছে, রাষ্ট্রবিরোধী সেøাগানমুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছেসেই দেশে রাজাকারের পক্ষে সেøাগান, এটি রাষ্ট্রবিরোধী সেøাগানএটি সরকারবিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী সেøাগানএকইসঙ্গে সেখানে সরকারবিরোধী, প্রধানমন্ত্রীবিরোধী সেøাগান দেয়া হয়েছেএতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছেআমরা যেটি বলেছিলাম সেটি তারা স্পষ্ট করেছেএটি আসলে ঔদ্ধত্বপূর্ণ সেøাগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটাবিরোধী আন্দোলন নয়
রাজাকার বলে সেøাগান দেয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল: তুমি কে আমি কে, রাজাকার-রাজাকারসেøাগান দেয়া মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের ইতিহাসের প্রতি গভীর অসম্মান প্রদর্শনএ ধরনের সেøাগানধারীদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ??‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান?’গতকাল সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের শাস্তির দাবি করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীননেতৃদ্বয় বলেন, নিজেকে রাজাকার, রাজাকার সেøাগান দেয়া-মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার হিসেবে কাজ করেছে তাদের পক্ষে দাঁড়ানো এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি অবজ্ঞা প্রকাশের শামিলএই ধরনের কার্যকলাপ রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং দেশের  বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন বলে উল্লেখ করেন নেতৃবৃন্দমুক্তিযোদ্ধার সন্তানরা অবিলম্বে রাজাকারের তালিকা প্রণয়ন করে এদের পরবর্তী প্রজন্মকে সরকারি-বেসরকারি সকল চাকরিতে নিষিদ্ধ করার দাবি জানান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স