ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আরাকান আর্মির নির্যাতন ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ-বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ থেকে খাদ্যসহ পণ্য রফতানি বন্ধ হবে কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য
ওবায়দুল কাদের

মুক্তিযোদ্ধাদের অপমান বাঙালি সহ্য করবে না

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ১১:২৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ১১:২৫:০১ পূর্বাহ্ন
মুক্তিযোদ্ধাদের অপমান বাঙালি সহ্য করবে না
রাষ্ট্রের মূল চেতনাকে যারা অবজ্ঞা করে তারা কীভাবে মেধাবী হয় এনিয়ে উদ্বেগ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরতিনি বলেন, রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজাকারবীর মুক্তিযোদ্ধাদের অপমান বাঙালি জাতি সহ্য করবে নাপরাজিত শক্তির কোনো আস্ফালন আমরা মেনে নেবো নাস্বাধীনতার ৫৩ বছর পর রাজাকারদের নামে সেøাগান দেয়াকে চরম ধৃষ্টতা জানিয়েছে তিনি বলেন, রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজাকারগতকাল সোমবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে রোববার রাতে কুৎসিত সেøাগান শুনেছিএতো দিন আশঙ্কা ছিল কোটা আন্দোলনের নামে তারা আসলে সরকারবিরোধী আন্দোলনই করতে যাচ্ছেতাদের সঙ্গে জামায়াত-বিএনপির সমর্থন আছেআমাদের সেই আশঙ্কা গত রাতে প্রমাণিত হয়েছেতিনি বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকারবিরোধী আন্দোলনে পরিণত করতে চায়তিনি আরও বলেন, কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে বার বার আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছিএটি উচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে সরকারের কিছুই করার নেইবার বার আন্দোলনকারীদের এ বিষয়ে স্মরণ করিয়ে দিয়েছি
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেকোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিহত করবোসর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যাতীরেকে কোটার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেইআন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা মেনে নেয়া হবে নাওবায়দুল কাদের বলেন, রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য আন্দোলনের নেপথ্যে নেতা, মতলববাজ, কুশীলবরা স্বার্থ চরিতার্থ করার জন্য বিকৃত করেছেনরোববার সন্ধ্যায় চীন সফর নিয়ে সাংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এতো ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের কথা বলার অধিকার কে দিয়েছে? কোটা আন্দোলনকারীদের দাবি, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে তাদের অপমানকরা হয়েছেএনিয়ে রাতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেøাগান দিতে থাকে, ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকারএমন ধৃষ্টতায় দেশবাসীসহ সরকার ক্ষুব্ধ হয়ে ওঠেনানাভাবে এর প্রতিবাদ আসতে শুরু করেবিশেষ করে ঢাবির রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা রাজাকারদাবি করে সেøাগান দিলে তাতে ক্ষোভ আরও বাড়েপরে সোস্যালে তা উগড়ে দেন নেটিজেনরাতিনি বলেন, এই রাজাকাররাই বাঙালি নারীদের গনিমতের মালআখ্যা দিয়ে গণধর্ষণকে বৈধতা দিয়েছিলস্বাধীনতার ৫৩ বছরে এসে সেই রাজাকারের পক্ষে সেøাগান দিচ্ছে এই নারীরা! তিনি বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তস্নাত দেশে রাজাকারের আইন হতে পারে নাদৃঢ়তার সঙ্গে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে নাবাংলাদেশের স্বাধীনতায় পরাজিত অপশক্তির কোনো রকম আস্ফালন আমরা মেনে নেব নাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অধিকাংশ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছিমুক্তিযুদ্ধের বিপক্ষে যেকোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করবএটাই আমাদের অঙ্গীকার
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ