ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
মিরসরাই ট্র্যাজেডির ১৩ বছর

সন্তানের ছবি বুকে জড়িয়ে আজও কাঁদেন ৪৩ মা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৪ ০৪:১১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৪ ০৪:১১:৩৬ অপরাহ্ন
সন্তানের ছবি বুকে জড়িয়ে আজও কাঁদেন ৪৩ মা
গতকাল বৃহস্পতিবার ১১ জুলাই ছিলো সেই ভয়াল দিনশোকাবহ মিরসরাই ট্র্যাজেডির ১৩ বছর পূর্ণ হয়েছেক্যালেন্ডারের পাতার এই দিনটি কখনোই ভোলার নয়এখনো আসা-যাওয়ার পথে দুর্ঘটনার স্থানে থমকে দাঁড়ায় পথিক১৩ বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় দুই অভিভাবক ও ৪৩ শিক্ষার্থীর২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে একটি ট্রাকে করে আবুতোরাবে ফেরার পথে মায়ানী ইউনিয়নের পশ্চিম সৈদালীতে একটি ডোবায় শিক্ষার্থীদের বহনকারী মিনি ট্রাকটি উল্টে যায়এতে একে একে মারা যায় ৪৩ স্কুল শিক্ষার্থী ও দুইজন অভিভাবকসেদিনের সেই দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়ান নিহতের সহপাঠী ও স্বজনরামিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রবেশমুখে স্থাপন করা হয়েছে স্মৃতিস্তম্ভ আবেগআর দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ অন্তিমমিরসরাই ট্র্যাজেডি এক বিভীষিকার গল্পএকে একে ৪৫টি জীবনের কঠিন নিয়তির গল্প৪৫টি পরিবারের সারা জীবনের অশ্রুপাতের গল্পসেদিন মুহূর্তেই হইচই পড়ে যায় ঘটনাস্থলেআশপাশের সবাই ছুটে এলো ঠিকই, কিন্তু বাঁচানো গেলো না পিকআপের তলানিতে আটকে পড়া কোনো ছাত্রকেএকে একে নিষ্প্রাণ হলো ৪৫টি তাজা প্রাণচালকের সামান্য ভুলে এতগুলো খেলাপাগল শিশু-কিশোর নিয়ে পিকআপ সোজা গিয়ে উল্টে গেলো পাশের ডোবায়
বিশ্বের আলোচিত সেই মিরসরাই ট্র্যাজেডির ১৩ বছর ছিলো গতকাল বৃহস্পতিবারদেখতে দেখতে ঘটনার ১৩টি বছর পার হলেও এখনো কান্না থামেনি সহপাঠী ও স্বজনদেরএখনো ছেলের ছবি নিয়ে নীরবে কাঁদেন গর্ভধারিণী মায়েরাগভীর রাতে ঘুম থেকে জেগে আদরের সন্তানকে খুঁজে ফেরেন তারা১১ জুলাই এলে শোকে বিহ্বল হয়ে পড়েন স্বজনরাস্মৃতি বলতে শুধুমাত্র ছবির ফ্রেমই রয়েছেপুত্রহারা বাবা-মায়েরা সেই ছবি নিয়ে বুক চাপড়াতে চাপড়াতে আহাজারি করেনআবার কখনো কখনো নীরব-নিস্তব্ধ হয়ে একেবারেই নির্বাক হয়ে যানওই সময় নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে ছুটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের বিশিষ্টজনরাথেমে ছিল না দেশের সমাজসেবকদের সাহায্যের হাতমিরসরাই ট্র্যাজেডি নিয়ে ওই সময় ধারাবাহিক সংবাদ পরিবেশন করেছিল দেশের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াগুলোওএখনো সেই দুঃসহ স্মৃতি মনে উঠলে আঁতকে ওঠেন নিহতের স্বজনেরাএখনো যাওয়া-আসার পথে দুর্ঘটনাস্থলে থমকে দাঁড়ায় পথিকপ্রতিবছরের মতো এবারও নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিআবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল জানান, মিরসরাই ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে গতকাল বৃহস্পতিবার সকালে কোরআন খতম, বেলা ১১টায় স্মৃতিস্তম্ভ আবেগএবং অন্তিমএ পুষ্পস্তবক অর্পন, সাড়ে ১১টায় শোকসভা ও বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়তিনি আরও বলেন, মিরসরাই ট্র্যাজেডিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিহত হওয়া আবুতোরাব উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করা, জাতীয়ভাবে মিরসরাই ট্র্যাজেডি দিবস পালনসহ বিভিন্ন প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হয়নিএ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ