ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলতে দেয়া হবে না-হেফাজত সাংবাদিকদের কেন ‘দোসর’ বলা হয় ব্যাখ্যা দিলেন প্রেস সচিব যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে-জামায়াত আমির ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ-অর্থ উপদেষ্টা আ’লীগের দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য-তারেক রহমান প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে-বদিউল আলম দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

নদী-খাল-জলাশয় দখল কঠোরভাবে প্রতিহত করতে হবে

  • আপলোড সময় : ২৮-০২-২০২৪ ০৭:০১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৪ ০৭:০১:১৭ অপরাহ্ন
নদী-খাল-জলাশয় দখল কঠোরভাবে প্রতিহত করতে হবে
রাজধানীতে আগে অর্ধশতাধিক খাল ছিল। এখন অর্ধেকের মতো কোনোরকমে টিকে আছে। শুধু রাজধানী নয়, সারাদেশেই নদী-খাল-জলাশয় দখলের হিড়িক লেগেছে। যে যেভাবে পারছে, নদী বা খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে। নদী বা খালের প্রবাহ বন্ধ করে দিচ্ছে। যাদের এসব দেখার কথা কিংবা খাল রক্ষা করার কথা, তারা সেগুলো দেখছে না কিংবা দেখেও না দেখার ভান করে থাকছে। নদীর তুলনায় খাল দখল করা তুলনামূলক সহজ কাজ। খালের জায়গা দখল করে স্থাপনা তৈরির কারণে খালগুলো শীর্ণ হতে হতে অনেক জায়গায় নালার রূপ নিয়েছে। খাল দখল করে স্থাপনা তৈরির হিড়িক বেশি দেখা যায় শহরাঞ্চলে এবং গ্রামবাংলার হাটবাজারে। প্রকাশিত খবরে জানা যায়, পাবনার ফরিদপুর উপজেলায় এরশাদনগর বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল দখল করে আরসিসি ভিতের ওপর ভবন নির্মাণ করেছেন এক ব্যবসায়ী। জেলা পাউবো অফিস দুই দফা নিষেধ করেই তাদের দায়িত্ব শেষ করেছে। সেসব নিষেধ ‘ম্যানেজ’ করে ৮০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থের ভবনটির ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভবনের দেয়াল নির্মাণের কাজ। জানা গেছে, সেখানে ইলেকট্রনিক পণ্যের শোরুম ও গুদাম বানানো হবে। জানা যায়, ভবনের নির্মাণকাজ শুরু করার দুই মাস পরেই পাউবো কর্মকর্তারা কাজ বন্ধের নির্দেশ দেন। তখন প্রায় ছয় মাস নির্মাণকাজ বন্ধ থাকে। তারপর আবার কাজ শুরু করা হয়। আবারও অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ বন্ধের নির্দেশ দেন জেলা পাউবোর কর্মকর্তারা। এই দফায়ও কয়েক মাস কাজ বন্ধ রাখা হয়। ব্যবসায়ী জানান, অনেক কষ্টে পাউবো অফিসকে ‘ম্যানেজ’ করে তিনি ছাদ ঢালাইয়ের কাজ শেষ করেছেন। ম্যানেজ করার এই খেলা সারাদেশেই চলমান। আর সে কারণে দ্রুত অস্তিত্ব হারাচ্ছে সারাদেশের নদী-খাল-জলাশয়। আমরা আশা করি, ঘটনা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি খালের জমি উদ্ধার এবং নাব্যতা রক্ষায় পদক্ষেপ নিতে হবে। এছাড়া সারাদেশে নদী-খাল-জলাশয় দখলের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে। যারা এসব কাজ করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া প্রভাবশালী বা রাজনৈতিক ছত্রছায়ায় নদী-খাল দখল না হয় সে বিষয়েও সচেতন থাকতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য দেশের জলাশয় রক্ষার বিকল্প নেই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ