ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

কুমিল্লায় সালিশকারীকে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৪ ১০:২৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৪ ১০:২৪:০৪ পূর্বাহ্ন
কুমিল্লায় সালিশকারীকে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রতিনিধি
সালিশের রায় পক্ষে না যাওয়ায় কুমিল্লায় নুরুল হক নামে এক সালিশকারীকে হত্যার দায়ে ছয় জনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতগতকাল বুধবার কুমিল্লার জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেনএ সময় দণ্ডপ্রাপ্ত সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাছুম (৩৫), তাজুল ইসলাম (৩২), মোস্তফা (২৪), কাইয়ুম (২৫), কাইয়ুম (২৮) ও তবদুল হোসেন (৪০)রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন কাইয়ুম ও তবদুল হোসেন (৪০)যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন নানু মিয়া (৪০), মতিন মিয়া (৪০), সাইদুল ইসলাম (২৪), বাবুল মিয়া (২৫), সফিকুল ইসলাম (৩৫), সফিকুল ইসলাম (২৮), মোসলেম মিয়া (৪৫), হেলাল মিয়া (২৫), বিল্লাল হোসেন (৩০) ও আবদুল আউয়াল (৩০)রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন নানু মিয়া (৪০), মতিন মিয়া (৪০), বাবুল মিয়া (২৫), সফিকুল ইসলাম (৩৫), সফিকুল ইসলাম (২৮), মোসলেম মিয়া (৪৫), হেলাল মিয়া (২৫) ও আবদুল আউয়াল (৩০)
রায়ে দুই জনকে খালাস দেয়া হয়েছেতারা হলেন হিরণ মিয়া ও মনিরুল ইসলামএ ছাড়া বিচারের সময়কালে ফুল মিয়া ও সেলিম নামের দুই আসামির মৃত্যু হলে আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেন
আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান, নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট ২২ জন নামীয় ও অজ্ঞাত ১২ জন আসামি ছিলপরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেনবিচার চলাকালীন দুই আসামি মারা যানদুই জনকে খালাস দিয়েছেন বিচারকরায়ের সময় আদালতের এজলাসে ১০ জন আসামি উপস্থিত ছিলেনঅপর ছয় আসামি পলাতক রয়েছেনএ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে
মামলার এজাহার থেকে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার ছোট দুশিয়া এলাকার ফরিদ মিয়ার সঙ্গে একই এলাকার মাছুমের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলএ ঘটনায় স্থানীয় সালিশদার নুরুল হকের নেতৃত্বে কয়েকবার সালিশ বৈঠক হয়বৈঠকে ফরিদ মিয়ার দখলকৃত ভিটাবাড়ি মাছুম মিয়াকে ছেড়ে দেয়ার জন্য রায় দেন তিনিএরপর থেকেই আসামিরা ক্ষোভে বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছিলেন২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে সবজুপাড়া শিদলাই রোড এলাকায় মাছুমের লোকজন নুরুল হকের ওপর হামলা চালানএ সময় মাছুমের হাতে থাকা লোহার রড দিয়ে তার বুকে চারটি আঘাত করা হয়এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়এ ঘটনায় নুরুল হকের ছেলে মো. শরিফুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা করেনদীর্ঘ ১৩ বছর পর বুধবার মামলার রায় দেন বিচারক
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য