ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল-গয়েশ্বর ডেঙ্গু রোগী বেড়েছে সাড়ে ৬ গুণ, মৃত্যু বেড়েছে ৪ গুণ আরও ৩ জনের করোনা শনাক্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৭ ইনুর ভয়েস রেকর্ড, ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার মাধ্যমিক স্তরে ‘ঝরে পড়া’র প্রবণতা বাড়ার ইঙ্গিত এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু করবেন যেভাবে পরিবহন খাতে চাঁদাবাজি আগের মতোই চলছে প্রত্যাখ্যান হেফাজতের প্রতিহতের ঘোষণা অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা-ইউএনএইচসিআর মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা অনিশ্চত ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

গুলশান এলাকায় বেপরোয়া পুলিশের সোর্সরা

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৪ ০১:৪৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৪ ০১:৪৬:১৯ অপরাহ্ন
গুলশান এলাকায় বেপরোয়া পুলিশের সোর্সরা
রাজধানীর গুলশান এলাকায় বেপরোয়া হয়ে উঠছে পুলিশের সোর্সরানিজেরাতো অপরাধে জড়াচ্ছেই, পুলিশ সদস্যদের অপরাধে জড়ানোতে বড় ধরনের ভূমিকা পালন করছে তারাতাদের এ ধরনের উৎপাতে গুলশান তথা অভিজাত এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে
জানা গেছে, সমস্প্রতি গুলশান এলাকায় ছিনতাই, চুরি, মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেবিল্পব মজুমদার, খাইরুল বাশার লিমন, শহিদ মিয়া, মো. মুছা, ওসমান মিয়া, শিপন হাওলাদারসহ আরও অনেকের নাম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছেএর মধ্যে বিল্পবের নামেই  গুলশানসহ রাজধানীর বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছেএছাড়াও অন্যদের নামে রয়েছে একাধিক মামলাএর মধ্যে ওসমান ও শিপন গুলশান থানায় দায়ের করা মামলায় ২৮ মে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে আছেশুধু তারাই নয়, আরও কয়েকজন আছে তাদের দলেযাদের সারাদিন দেখা না গেলেও সন্ধ্যার পর আনাগোনা বেড়ে যায়, চলে গভীর রাত অব্দিগুলশানের প্রধান সড়ক থেকে বিভিন্ন অলিগলিতে তারা ফাঁদ পেতে থাকেপ্রকাশ্যে কিংবা গাড়ি আটকিয়ে করেছে ছিনতাইতবে মান সম্মানের ভয়ে অনেকেই তাদের বিরুদ্ধে মামলা করতে সাহস পাচ্ছে নাআবার তারা অপরাধ করে দ্রুতই স্থান ত্যাগ করে চলে যাচ্ছেএ কারণে অনেকেই তাদের চিনতেও পারেন নাদিনের পর দিন তারা এ ধরনের অপরাধ করলেও এক শ্রেণির অসাধু পুলিশ কর্মকর্তাদের কারণে তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেএ কারণে ভুক্তভোগীরা পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের আশু হস্তেক্ষেপ কামনা করেছেননা হলে সোর্স দ্বারা এই এলাকায় যেকোনো বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন
এ বিষয়ে কথা হয় গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামিমের সঙ্গেতিনি জানান, ‘সোর্সরা সাধারণত কোনো প্রকৃতির হয় তা আমরা-আপনারা সবাই জানিতারপরও আমরা ওই ধরনের সোর্স এখন আর ব্যবহার করি নাতারপরও অতীতে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিগুলশান এলাকায় সোর্সের নামে এ রকম কোনো অপরাধী থাকলে তাকেও আমরা আইনে আওতায় নিয়ে আসবোআবার আপনাদের কাছে সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা দিয়ে সহযোগিতা করলে তাকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো
জানা গেছে, পুলিশ সোর্সরা স্বীকৃত কোনো সোর্স নয়তাদের কারো কারো কোনো জবাবদিহিতাও নেইবেশিরভাগ ক্ষেত্রেই সোর্স মানি পায় না তারাচাঁদাবাজ, মাদক ব্যবসায়, হয়রানি করে যে পুলিশ সদস্য যে বখরা পায় তার ভাগবাটোয়ারার একটি অংশ পায় পুলিশ সোর্সপুলিশ সোর্সদের এলাকাভেদে তাদের অনেক সাঙ্কেতিক নাম আছেকোনো এলাকায় নাম তাদের ফর্মা’, কোনো এলাকায় টিকটিকিইত্যাদিসাঙ্কেতিক নাম শুনেই অপরাধীরা সতর্ক হয়ে যায়পুলিশ সোর্সদের দৌরাত্ম্যে অতিষ্ঠ ভুক্তভোগীদের  অনেকেই অভিযোগ করেছেন  ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে
সূত্রে জানা গেছে, গুলশানের বিভিন্ন এলাকায় পুলিশ সোর্সদের এ ধরনের অপরাধের অসংখ্য অভিযোগ জমা পড়েছে ঢাকা মহানগর পুলিশ সদর দফতরেঅভিযোগের তদন্তও করা হচ্ছেপুলিশের নাম ভাঙিয়ে ঘুষ, চাঁদাবাজি, বখরা আদায়সহ নানা ধরনের অপরাধী কার্যক্রম চালাচ্ছে পুলিশ সোর্সরাযেই পুলিশ সোর্সরা অপরাধের রহস্য উদ্ঘাটন করবে সেই তারাই এখন অপরাধী কার্যক্রমে জড়িয়ে পড়ছেঅপরাধী কার্যক্রমের মাধ্যমে অর্থ উপার্জনের ঘটনায় পুলিশ সোর্সদের মদদ যোগাচ্ছে এক শ্রেণির অসৎ পুলিশ কর্মকর্তাপুলিশ সোর্সরা রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, জমি দখল নিয়ে মধ্যস্থতা, এমনকি কাঁচামালের দোকান থেকেও চাঁদাবাজি করছেঅনেক সময় তারা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বেড়াচ্ছেআবার কোনো কোনো ক্ষেত্রে সোর্সরা পরিচয় দিচ্ছে থানার ওসির ক্যাশিয়ারআবার অনেক সোর্স কোনো ব্যক্তিকে আটক করে থানায় আনলে মোটা অঙ্কের টাকা মিলবে-এমন তথ্যও পুলিশ কর্মকর্তা বা সদস্যদের দিচ্ছেএছাড়াও থানা এলাকার ফুটপাত, পরিবহন, মাদক স্পট থেকে নিয়মিত চাঁদাবাজি, তোলাবাজি আদায়ের নেপথ্যে রয়েছে থানার অঘোষিত ও আত্মস্বীকৃত ক্যাশিয়ার ও পুলিশের সোর্সরা
এ প্রসঙ্গে গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামিম জানান, সোর্সরা সাধারণত কোনো প্রকৃতির হয় তা আমরা-আপনারা সবাই জানিতারপরও আমরা ওই ধরনের সোর্স এখন আর ব্যবহার করি নাতবে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছেতারা কোনো অপরাধে জড়ালে অবশ্যই আইনে আওতায় আনা হবেসুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সহযোগিতা করুন, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স