ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শুরু ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ শোলাকিয়া ঈদগাহে ঈদুল আযহার ১৯৮তম জামাত সকাল ৯টায় দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের রাখাইনে করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে- কাদের গনি চৌধুরী ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন রপ্তানি বহুমুখীকরণে নানা বাধা, বিপর্যয়ের শঙ্কা পাকিস্তানের হামলায় ভারতের সীমান্তে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস ক্যানসারে আক্রান্ত বাইডেন গাজায় আরও দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো সেভিয়ার সাথে জয় পেলো রিয়াল ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা আইপিএলে ডাক পেলেন মুজারাবানি

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ গান্ধী পরিবারের সদস্যদের

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ০১:১৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ০১:১৩:৫৮ পূর্বাহ্ন
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ গান্ধী পরিবারের সদস্যদের সোমবার নয়াদিল্লির একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এ সময় তার ছেলে ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীও সঙ্গে ছিলেন। সাক্ষাতে শেখ হাসিনাকে আলিঙ্গন করেন সোনিয়া-প্রিয়াঙ্কা। রাহুলকেও জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী
জনতা ডেস্ক
ভারত সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গান্ধী পরিবারের সদস্যরাএদের মধ্যে ছিলেন-কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। 
নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গত শনিবার দুইদিনের সফরে ভারত যান শেখ হাসিনাসেখানে ভারতের প্রধানমন্ত্রীসহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ ভারতের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীগতকাল মঙ্গলবার বিকেলে শেখ হাসিনার সঙ্গে তার দিল্লির আবাসস্থল হোটেল আইটিসি মৌর্যতে দেখা করতে আসেন গান্ধী পরিবারের সদস্যরাএ সময় হৃদ্যতাপূর্ণ পরিবেশে গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীসৌজন্য সাক্ষাতের পর কংগ্রেসের এক হ্যান্ডেলে একটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছেসেখানে লেখা হয়েছে আস্থা, সহযোগিতা ও পারস্পরিক সমৃদ্ধির প্রতিশ্রুতির ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধনকে শক্তিশালী করার জন্য বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়েছেশেখ শেখ হাসিনা ও গান্ধী পরিবারের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্কজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের তখনকার ইন্দিরা গান্ধীর সম্পর্কও ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণমুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান নেন ইন্দিরা গান্ধীতখন থেকেই তাকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে দেখা হয়সৌজন্য সাক্ষাতে হোটেলে পৌঁছানোর পর সোনিয়া, প্রিয়াঙ্কা ও রাহুলকে উষ্ণ শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীএরপর তাদের সঙ্গে বৈঠক হয়
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব নাঈমুল ইসলাম খান প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির

ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির