ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ গান্ধী পরিবারের সদস্যদের

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ০১:১৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ০১:১৩:৫৮ পূর্বাহ্ন
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ গান্ধী পরিবারের সদস্যদের সোমবার নয়াদিল্লির একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এ সময় তার ছেলে ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীও সঙ্গে ছিলেন। সাক্ষাতে শেখ হাসিনাকে আলিঙ্গন করেন সোনিয়া-প্রিয়াঙ্কা। রাহুলকেও জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী
জনতা ডেস্ক
ভারত সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গান্ধী পরিবারের সদস্যরাএদের মধ্যে ছিলেন-কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। 
নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গত শনিবার দুইদিনের সফরে ভারত যান শেখ হাসিনাসেখানে ভারতের প্রধানমন্ত্রীসহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ ভারতের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীগতকাল মঙ্গলবার বিকেলে শেখ হাসিনার সঙ্গে তার দিল্লির আবাসস্থল হোটেল আইটিসি মৌর্যতে দেখা করতে আসেন গান্ধী পরিবারের সদস্যরাএ সময় হৃদ্যতাপূর্ণ পরিবেশে গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীসৌজন্য সাক্ষাতের পর কংগ্রেসের এক হ্যান্ডেলে একটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছেসেখানে লেখা হয়েছে আস্থা, সহযোগিতা ও পারস্পরিক সমৃদ্ধির প্রতিশ্রুতির ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধনকে শক্তিশালী করার জন্য বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়েছেশেখ শেখ হাসিনা ও গান্ধী পরিবারের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্কজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের তখনকার ইন্দিরা গান্ধীর সম্পর্কও ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণমুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান নেন ইন্দিরা গান্ধীতখন থেকেই তাকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে দেখা হয়সৌজন্য সাক্ষাতে হোটেলে পৌঁছানোর পর সোনিয়া, প্রিয়াঙ্কা ও রাহুলকে উষ্ণ শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীএরপর তাদের সঙ্গে বৈঠক হয়
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব নাঈমুল ইসলাম খান প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য