শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ গান্ধী পরিবারের সদস্যদের

আপলোড সময় : ১১-০৬-২০২৪ ০১:১৩:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৪ ০১:১৩:৫৮ পূর্বাহ্ন
জনতা ডেস্ক
ভারত সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গান্ধী পরিবারের সদস্যরা। এদের মধ্যে ছিলেন-কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। 
নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গত শনিবার দুইদিনের সফরে ভারত যান শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রীসহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ ভারতের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে শেখ হাসিনার সঙ্গে তার দিল্লির আবাসস্থল হোটেল আইটিসি মৌর্যতে দেখা করতে আসেন গান্ধী পরিবারের সদস্যরা। এ সময় হৃদ্যতাপূর্ণ পরিবেশে গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাতের পর কংগ্রেসের এক হ্যান্ডেলে একটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে আস্থা, সহযোগিতা ও পারস্পরিক সমৃদ্ধির প্রতিশ্রুতির ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধনকে শক্তিশালী করার জন্য বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শেখ শেখ হাসিনা ও গান্ধী পরিবারের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের তখনকার ইন্দিরা গান্ধীর সম্পর্কও ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান নেন ইন্দিরা গান্ধী। তখন থেকেই তাকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে দেখা হয়। সৌজন্য সাক্ষাতে হোটেলে পৌঁছানোর পর সোনিয়া, প্রিয়াঙ্কা ও রাহুলকে উষ্ণ শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর তাদের সঙ্গে বৈঠক হয়।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব নাঈমুল ইসলাম খান প্রমুখ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net