ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চীন সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটি ভারতের মক্কায় রেড অ্যালার্ট জারি থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের ফের পাল্টাপাল্টি হামলা আপনার বউ কতজন? যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসান প্রথমেই ভেনেজুয়েলার রানওয়ে ও বিমান ঘাঁটি ধ্বংস করবে মার্কিন বাহিনী মেসির বার্সায় ফেরা নিয়ে যা বললেন বার্সা প্রেসিডেন্ট ভিনিকে নিয়ে নতুন পরিকল্পনা করছেন আনচেলত্তি বিশ্বকাপের টিকেট পেলো যারা কলকাতায় কোচ হিসেবে যোগ দিলেন ওয়াটসন ৩-১ ব্যবধানে সিরিজ জিতলো নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়লো টাইগাররা ডাবল সেঞ্চুরির দেখা পেলেন না জয় ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা অক্টোবরে ৫৩২ দুর্ঘটনায় নিহত ৫২৮ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা-ডিবি আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন এলাকা থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার কানাডার সংসদের প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ আমিরাত-তুরস্ক থেকে সয়াবিন তেল ও চিনি কিনবে সরকার

কলকাতায় কোচ হিসেবে যোগ দিলেন ওয়াটসন

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৭:২৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৭:২৬:১৭ অপরাহ্ন
কলকাতায় কোচ হিসেবে যোগ দিলেন ওয়াটসন
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসন। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। আসন্ন মৌসুমে কেকেআরের ডাগআউটে দেখা যাবে শেন ওয়াটসনকে। অস্ট্রেলিয়ার হয়ে লম্বা সময় ধরে আন্তর্জাতিক মঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন শেন ওয়াটসন। অজিদের হয়ে এই পেস বোলিং অলরাউন্ডার ৫৯ টেস্ট, ১৯০ ওয়ানডে এবং ৫৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৭ এবং ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপাজয়ী দলের সদস্যও ছিলেন ওয়াটসন। বহু ম্যাচ এবং সিরিজ জেতানো পারফরম্যান্সও রয়েছে তার। ব্যাটের পাশাপাশি পেস বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন শেন ওয়াটসন। আইপিএলে ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪৫ ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়াটসন। খেলা ছাড়ার পর কোচিং এবং মেন্টরশিপের সাথে যুক্ত হয়েছেন তিনি। আইপিএলে এর আগে ২০২২ এবং ২০২৩ মৌসুমে দিল্লী ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন শেন ওয়াটসন। তখন দিল্লীর প্রধান কোচের দায়িত্বে ছিলেন রিকি পন্টিং। কেকেআরের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে নিজের বিবৃতিতে শেন ওয়াটসন জানিয়েছেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মত আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা অবশ্যই অনেক সম্মানের ব্যাপার। আমি সবসময় কেকেআরের সমর্থকদের প্যাশন এবং কেকেআরের কমিটমেন্ট পছন্দ করি। আমি কোচিং গ্রুপের সাথে নিবিড়ভাবে কাজ করে কলকাতায় আরও একটি শিরোপা এনে দিতে মুখিয়ে আছি।’ ৩ বছর মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টে সান ফ্রান্সিস্কো ইউনিকর্নস দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন শেন ওয়াটসন। কিছুদিন আগে সেই দায়িত্ব ছেড়েছেন তিনি। তবে পুরো বছরের জন্য কোচ হিসেবে চাইলেও অন্য কাজের জন্য সেই দায়িত্বটা নিতে পারেননি ওয়াটসন। কিছুদিন আগে প্রধান কোচ হিসেবে সাবেক সহকারী কোচ অভিষেক নায়ারকে নিয়োগ দিয়েছে কেকেআর। এছাড়া মেন্টর হিসেবে কেকেআরের ডেরায় আছেন ডোয়াইন ব্রাভো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স