আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসন। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। আসন্ন মৌসুমে কেকেআরের ডাগআউটে দেখা যাবে শেন ওয়াটসনকে। অস্ট্রেলিয়ার হয়ে লম্বা সময় ধরে আন্তর্জাতিক মঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন শেন ওয়াটসন। অজিদের হয়ে এই পেস বোলিং অলরাউন্ডার ৫৯ টেস্ট, ১৯০ ওয়ানডে এবং ৫৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৭ এবং ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপাজয়ী দলের সদস্যও ছিলেন ওয়াটসন। বহু ম্যাচ এবং সিরিজ জেতানো পারফরম্যান্সও রয়েছে তার। ব্যাটের পাশাপাশি পেস বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন শেন ওয়াটসন। আইপিএলে ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪৫ ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়াটসন। খেলা ছাড়ার পর কোচিং এবং মেন্টরশিপের সাথে যুক্ত হয়েছেন তিনি। আইপিএলে এর আগে ২০২২ এবং ২০২৩ মৌসুমে দিল্লী ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন শেন ওয়াটসন। তখন দিল্লীর প্রধান কোচের দায়িত্বে ছিলেন রিকি পন্টিং। কেকেআরের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে নিজের বিবৃতিতে শেন ওয়াটসন জানিয়েছেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মত আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা অবশ্যই অনেক সম্মানের ব্যাপার। আমি সবসময় কেকেআরের সমর্থকদের প্যাশন এবং কেকেআরের কমিটমেন্ট পছন্দ করি। আমি কোচিং গ্রুপের সাথে নিবিড়ভাবে কাজ করে কলকাতায় আরও একটি শিরোপা এনে দিতে মুখিয়ে আছি।’ ৩ বছর মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টে সান ফ্রান্সিস্কো ইউনিকর্নস দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন শেন ওয়াটসন। কিছুদিন আগে সেই দায়িত্ব ছেড়েছেন তিনি। তবে পুরো বছরের জন্য কোচ হিসেবে চাইলেও অন্য কাজের জন্য সেই দায়িত্বটা নিতে পারেননি ওয়াটসন। কিছুদিন আগে প্রধান কোচ হিসেবে সাবেক সহকারী কোচ অভিষেক নায়ারকে নিয়োগ দিয়েছে কেকেআর। এছাড়া মেন্টর হিসেবে কেকেআরের ডেরায় আছেন ডোয়াইন ব্রাভো।