ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় সোতি জালে বাধাগ্রস্ত পেঁয়াজের আবাদ ঐতিহাসিক ৭ নভেম্বর আজ নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ কীটনাশক ও রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত নির্ভরশীলতায় হুমকিতে জনস্বাস্থ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধনসহ সাত জন ১০ দিনের রিমান্ডে গাজীপুরে ৩৭ রোগাক্রান্ত ঘোড়াসহ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ ব্রাহ্মণবাড়িয়া ৬-এ লড়বেন জোনায়েদ সাকি ভাড়া বেশি নিলে তিনগুণ ক্ষতিপূরণ টিকিট কারসাজিতে ৫ বছরের জেল এনা পরিবহনের বাস জব্দের দাবি নিরাপদ সড়ক আন্দোলনের ৭ নভেম্বরের বিপ্লবই দেশের অর্থনীতি ও গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল-নজরুল গবেষণায় আগ্রহী হচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মেগা প্রকল্পের পরিবর্তে মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা জ্বালানির অভাবে ১৩৫ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৫টির উৎপাদন বন্ধ কনটেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি উন্নত অবকাঠামো চায় বন্দর রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি

সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে নৌপরিবহন অধিদফতরের শিপ সার্ভেয়ারের অভিযোগ

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৩:৪০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৩:৪০:৩৩ অপরাহ্ন
সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে নৌপরিবহন অধিদফতরের শিপ সার্ভেয়ারের অভিযোগ
নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার মো. মাহবুবুর রশিদ একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। চক্রটি তার কাছে প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ করেছেন তিনি। মাহবুবুর রশিদ মহাপরিচালক বরাবর পাঠানো এক লিখিত আবেদনে জানিয়েছেন, চাঁদার দাবিতে রাজি না হওয়ায় ওই চক্রটি তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করছে। এতে তিনি সামাজিক ও পেশাগতভাবে হেনস্তার শিকার হচ্ছেন। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, চক্রটির সদস্যরা তাকে শারীরিকভাবে আক্রমণ করারও চেষ্টা চালিয়েছে। এমনকি তার বাসার কেয়ারটেকারকেও মারধর করা হয়েছে। এসব ঘটনায় তিনি ও তার কেয়ারটেকার বাড্ডা থানায় মোট তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, সম্প্রতি তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্যাড ব্যবহার করে একটি ভুয়া সরকারি চিঠি পাঠানো হয়। চিঠিতে দুদকের উপসহকারী পরিচালক কামরুজ্জামান নাম ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে জানা যায়, চিঠিটি সম্পূর্ণ জাল এবং প্রতারণামূলকভাবে তৈরি। উক্ত চিঠির কপি ও ব্যবহারিত জাল আইডি কার্ডের প্রতিলিপি আবেদনপত্রে সংযুক্ত করা হয়েছে। মাহবুবুর রশিদের দাবি, এই চাঁদাবাজ চক্রের নেতৃত্ব দিচ্ছেন তথাকথিত একজন সাংবাদিক, যিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিতভাবে ভয় দেখিয়ে চাঁদা আদায় করেন। চাঁদাবাজ চক্রের মূল হোতা ও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা থাকলে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক। তার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। অধিদফতরের পক্ষ থেকে মামলা দায়ের করা হোক, অথবা তাকে মামলা করার অনুমতি প্রদান করা হোক। এ বিষয়ে তিনি এর আগেও ২৫ অক্টোবর ২০২৫ তারিখে মহাপরিচালককে অবহিত করেছিলেন বলে উল্লেখ করেছেন। অভিযোগপত্রের অনুলিপি প্রধান উপদেষ্টা, নৌ উপদেষ্টা, নৌপরিবহন সচিব, ডিজিএফআই, এনএসআই, আইজিপি, ডিবি, রেব ও দুদকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। নৌপরিবহন অধিদফতরের অভ্যন্তরে সাংবাদিক পরিচয়ে পরিচালিত এই চাঁদাবাজি ও ভুয়া দুদক প্যাড ব্যবহারের ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার

নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার