সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে নৌপরিবহন অধিদফতরের শিপ সার্ভেয়ারের অভিযোগ

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৩:৪০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৩:৪০:৩৩ অপরাহ্ন
নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার মো. মাহবুবুর রশিদ একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। চক্রটি তার কাছে প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ করেছেন তিনি। মাহবুবুর রশিদ মহাপরিচালক বরাবর পাঠানো এক লিখিত আবেদনে জানিয়েছেন, চাঁদার দাবিতে রাজি না হওয়ায় ওই চক্রটি তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করছে। এতে তিনি সামাজিক ও পেশাগতভাবে হেনস্তার শিকার হচ্ছেন। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, চক্রটির সদস্যরা তাকে শারীরিকভাবে আক্রমণ করারও চেষ্টা চালিয়েছে। এমনকি তার বাসার কেয়ারটেকারকেও মারধর করা হয়েছে। এসব ঘটনায় তিনি ও তার কেয়ারটেকার বাড্ডা থানায় মোট তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, সম্প্রতি তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্যাড ব্যবহার করে একটি ভুয়া সরকারি চিঠি পাঠানো হয়। চিঠিতে দুদকের উপসহকারী পরিচালক কামরুজ্জামান নাম ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে জানা যায়, চিঠিটি সম্পূর্ণ জাল এবং প্রতারণামূলকভাবে তৈরি। উক্ত চিঠির কপি ও ব্যবহারিত জাল আইডি কার্ডের প্রতিলিপি আবেদনপত্রে সংযুক্ত করা হয়েছে। মাহবুবুর রশিদের দাবি, এই চাঁদাবাজ চক্রের নেতৃত্ব দিচ্ছেন তথাকথিত একজন সাংবাদিক, যিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিতভাবে ভয় দেখিয়ে চাঁদা আদায় করেন। চাঁদাবাজ চক্রের মূল হোতা ও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা থাকলে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক। তার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। অধিদফতরের পক্ষ থেকে মামলা দায়ের করা হোক, অথবা তাকে মামলা করার অনুমতি প্রদান করা হোক। এ বিষয়ে তিনি এর আগেও ২৫ অক্টোবর ২০২৫ তারিখে মহাপরিচালককে অবহিত করেছিলেন বলে উল্লেখ করেছেন। অভিযোগপত্রের অনুলিপি প্রধান উপদেষ্টা, নৌ উপদেষ্টা, নৌপরিবহন সচিব, ডিজিএফআই, এনএসআই, আইজিপি, ডিবি, রেব ও দুদকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। নৌপরিবহন অধিদফতরের অভ্যন্তরে সাংবাদিক পরিচয়ে পরিচালিত এই চাঁদাবাজি ও ভুয়া দুদক প্যাড ব্যবহারের ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net