ঢাকা , সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বায়ার্নের জয়রথ চলেছেই প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হলো চেলসি এবার ব্রেন্টফোর্ডের কাছেও হোঁচট খেলো লিভারপুল ৯৫০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো নারী ক্রিকেটারের শ্লীলতাহানি ঘটনায় নিন্দা জানালো বিসিসিআই টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি আজ প্রথম টি-টোয়েন্টিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

৯৫০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:২৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:২৫:০১ অপরাহ্ন
৯৫০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো
সৌদি প্রো লিগে অপরাজিত ধারা বজায় রেখেছে আল নাসর। গত শনিবার আল হাজেমকে ২-০ গোলে পরাজিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল, আর সেই ম্যাচেই ইতিহাস গড়েছেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। রোনালদো ম্যাচের ৮৮তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলের লিড দ্বিগুণ করেন। এটি ছিল চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল। এর আগে ২৫ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত হেডে এগিয়ে যায় আল নাসর। পর্তুগালের এই তরুণ ফরোয়ার্ডের গোলের পর দেশের অধিনায়ক রোনালদো নিশ্চিত করেন তিন পয়েন্ট, আল নাসরের টানা ষষ্ঠ জয় এনে দিয়ে। এই গোলের মাধ্যমে রোনালদো সৌদি লিগে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করালেন ৮০-এ, আর আল নাসরের জার্সিতে তার গোলসংখ্যা এখন ১০৬। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো দারুণ ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন। রোনালদো এই কীর্তি গড়েছেন একদিন পরেই, যখন লিওনেল মেসি ভেঙেছিলেন তার আরেকটি রেকর্ড। ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে মেসির জোড়া গোলে (৩-১ ব্যবধানে জয়) তার ক্যারিয়ারের গোলসংখ্যা পৌঁছেছে ৮৯১-এ। ৩৮ বছর ১২২ দিন বয়সে এই সংখ্যায় পৌঁছে সবচেয়ে কম বয়সে ৮৯০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। রোনালদোর এই সংখ্যায় পৌঁছাতে লেগেছিল ৩৯ বছর ৮৯ দিনে। পরিসংখ্যান বলছে, মেসি ১,১৩১ ম্যাচে তার গোলগুলো করেছেন। আর রোনালদো খেলেছেন ১,২২০ ম্যাচে। সম্প্রতি মেসি ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, আর রোনালদো সৌদি আরবে ২০২৭ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স