৯৫০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:২৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:২৫:০১ অপরাহ্ন
সৌদি প্রো লিগে অপরাজিত ধারা বজায় রেখেছে আল নাসর। গত শনিবার আল হাজেমকে ২-০ গোলে পরাজিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল, আর সেই ম্যাচেই ইতিহাস গড়েছেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। রোনালদো ম্যাচের ৮৮তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলের লিড দ্বিগুণ করেন। এটি ছিল চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল। এর আগে ২৫ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত হেডে এগিয়ে যায় আল নাসর। পর্তুগালের এই তরুণ ফরোয়ার্ডের গোলের পর দেশের অধিনায়ক রোনালদো নিশ্চিত করেন তিন পয়েন্ট, আল নাসরের টানা ষষ্ঠ জয় এনে দিয়ে। এই গোলের মাধ্যমে রোনালদো সৌদি লিগে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করালেন ৮০-এ, আর আল নাসরের জার্সিতে তার গোলসংখ্যা এখন ১০৬। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো দারুণ ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন। রোনালদো এই কীর্তি গড়েছেন একদিন পরেই, যখন লিওনেল মেসি ভেঙেছিলেন তার আরেকটি রেকর্ড। ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে মেসির জোড়া গোলে (৩-১ ব্যবধানে জয়) তার ক্যারিয়ারের গোলসংখ্যা পৌঁছেছে ৮৯১-এ। ৩৮ বছর ১২২ দিন বয়সে এই সংখ্যায় পৌঁছে সবচেয়ে কম বয়সে ৮৯০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। রোনালদোর এই সংখ্যায় পৌঁছাতে লেগেছিল ৩৯ বছর ৮৯ দিনে। পরিসংখ্যান বলছে, মেসি ১,১৩১ ম্যাচে তার গোলগুলো করেছেন। আর রোনালদো খেলেছেন ১,২২০ ম্যাচে। সম্প্রতি মেসি ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, আর রোনালদো সৌদি আরবে ২০২৭ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net