ঢাকা , শনিবার, ১১ অক্টোবর ২০২৫ , ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর ভাঙচুর পোরশায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন পোরশায় বড় মাদ্রাসার অর্ধশত ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফরিদপুরে অবশেষে এনআইডি পেলেন দুই হাতহীন জসিম তিন মাসে ২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক নওগাঁয় ৩ জনের লাশ উদ্ধার সংবাদ সম্মেলন করে আইনি সহায়তা চাওয়ার চার দিনের মাথায় খুন আলামত নষ্টের অভিযোগে সাবেক ওসিসহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট বিজয়নগরে ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে সেটা বিএনপি চিন্তা করে না- আমির খসরু লাল শাপলায় রঙিন বরিশালের উজিরপুরের জলাভূমি পল্লবী-নিউমার্কেটে বিভিন্ন অপরাধে ৩০ জন গ্রেফতার ৫ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন এক্সেল লোড নীতিমালার তোয়াক্কা করছে না পণ্যবাহী গাড়িচালকরা ৮ দাবিতে সোমবার বান্দরবানে সকাল সন্ধ্যা হরতাল মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি চাকরিতে বিরতির পর শ্রমশক্তি থেকে ছিটকে পড়ছে নারীরা সংসদে উচ্চকক্ষের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ সিপিডির এইচএসসির ফল ১৬-১৮ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

পোরশায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:২৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১২:২৯:৪১ পূর্বাহ্ন
পোরশায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
পোরশা উপজেলা প্রতিনিধি, এম এ মান্নান
বাগেরহাটে নির্মমভাবে নিহত সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনের হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পোরশার গণমাধ্যম কর্মীরা । শুক্রবার সকাল ১০.৩০টায় সারাইগাছি জিরো পয়েন্টে‘ভোরের চেতনার প্রতিনিধি এম এ মান্নান এ কর্মসূচির আয়োজন করে। এ মানববন্ধনে পোরসা উপজেলার বিভিন্ন  সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাটের হারিখালি এলাকায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন কে কুপিয়ে ও হাতুড়ি পিটা করে হত্যা করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হায়াত উদ্দিন ভোরের চেতনার স্টাফ রিপোর্টার ছিলেন ।তার বাড়ি শহরের হারিখালি এলাকায় ।পিতার নাম মৃত নিজামুদ্দিন। তার স্ত্রী ও দুটি শিশুকন্যা রয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে কুপিয়ে হামলা করে পালিয়ে যায়। হায়াত উদ্দিন বিভিন্ন সময় মাদক ব্যবসা ,দুর্নীতি ,ঘুষ সম্পর্কে নিউজ করেছিলেন এবং হামলা ও করা হয়েছিল ।এরই সূত্র ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।


প্রতিবাদসভায় বক্তারা হায়াত হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, “প্রকাশ্যে একজন সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করার পরও এখন পর্যন্ত পুলিশ মাত্র দুইজনকে গ্রেপ্তার করতে পেরেছে। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
এতে বক্তব্য দেন পোরশা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আমির উদ্দিন বাবু ,দৈনিক কালবেলা প্রতিনিধি। আরো বক্তব্য দেন উপজেলা মডেলপেশ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন যায়যায় দিনের প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, ঢাকা পোস্ট এর প্রতিনিধি আরিফুল ইসলাম, আলোকিত নিউজ এর প্রতিনিধি ইউসুফ আলী, দৈনিক করতোয়া প্রতিনিধি ডিএম রাশেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পোরশা থানা  ড়ি এস বি উপস্থিত ছিদেন। 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য