পোরশায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:২৯:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ১২:২৯:৪১ পূর্বাহ্ন
পোরশা উপজেলা প্রতিনিধি, এম এ মান্নান
বাগেরহাটে নির্মমভাবে নিহত সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনের হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পোরশার গণমাধ্যম কর্মীরা । শুক্রবার সকাল ১০.৩০টায় সারাইগাছি জিরো পয়েন্টে‘ভোরের চেতনার প্রতিনিধি এম এ মান্নান এ কর্মসূচির আয়োজন করে। এ মানববন্ধনে পোরসা উপজেলার বিভিন্ন  সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাটের হারিখালি এলাকায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন কে কুপিয়ে ও হাতুড়ি পিটা করে হত্যা করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হায়াত উদ্দিন ভোরের চেতনার স্টাফ রিপোর্টার ছিলেন ।তার বাড়ি শহরের হারিখালি এলাকায় ।পিতার নাম মৃত নিজামুদ্দিন। তার স্ত্রী ও দুটি শিশুকন্যা রয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে কুপিয়ে হামলা করে পালিয়ে যায়। হায়াত উদ্দিন বিভিন্ন সময় মাদক ব্যবসা ,দুর্নীতি ,ঘুষ সম্পর্কে নিউজ করেছিলেন এবং হামলা ও করা হয়েছিল ।এরই সূত্র ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।


প্রতিবাদসভায় বক্তারা হায়াত হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, “প্রকাশ্যে একজন সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করার পরও এখন পর্যন্ত পুলিশ মাত্র দুইজনকে গ্রেপ্তার করতে পেরেছে। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
এতে বক্তব্য দেন পোরশা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আমির উদ্দিন বাবু ,দৈনিক কালবেলা প্রতিনিধি। আরো বক্তব্য দেন উপজেলা মডেলপেশ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন যায়যায় দিনের প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, ঢাকা পোস্ট এর প্রতিনিধি আরিফুল ইসলাম, আলোকিত নিউজ এর প্রতিনিধি ইউসুফ আলী, দৈনিক করতোয়া প্রতিনিধি ডিএম রাশেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পোরশা থানা  ড়ি এস বি উপস্থিত ছিদেন। 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net