ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফিফার ভাবনায় ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল ফারহান-রউফের অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ ভারত, আইসিসিতে অভিযোগ আলভারেজের হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয়ে ফিরল অ্যাতলেতিকো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার তরুণ তারকা গাভি মেসির জোড়া গোল, নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি লা লিগার প্রথম এল ক্লাসিকোর তারিখ চূড়ান্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ‌রিদপু‌রে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে আপত্তি মানববন্ধনে শিক্ষকরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সৈনিক আহমদ রফিক ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পাবে বিএনপি, জামায়াত ৩৩ দশমিক ৫ শতাংশ : জরিপ সারাদেশে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা বড় হচ্ছে ফায়ার ফাইটারদের মৃত্যুর মিছিল রাজনৈতিক-আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হলে স্বাধীন দুদক সম্ভব নয় আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা -প্রেস সচিব প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন নভেম্বরে আ’লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল-ব্যানারসহ গ্রেফতার ২৪৪ বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ নির্বাচন, গণতন্ত্র ও এশিয়ায় তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা আলোচনায় দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পরিবীক্ষণ করবে ৩ মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

ফারহান-রউফের অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ ভারত, আইসিসিতে অভিযোগ

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৯:২১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৯:২১:৪৯ অপরাহ্ন
ফারহান-রউফের অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ ভারত, আইসিসিতে অভিযোগ
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠের লড়াই ছাড়াও দুই দেশের ক্রিকেটারদের আচরণও প্রায়শই বিতর্কের জন্ম দেয়। এমনই এক ঘটনায় পাকিস্তানের দুই ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও হারিস রউফের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
গত রোববার দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে সহজেই হারায় ভারত। তবে ম্যাচে ফারহান ও রউফের ভঙ্গিমা নিয়ে শুরু হয় বিতর্ক। নিজের অর্ধশতক পূর্ণ করার পর ফারহান ব্যাট হাতে ‘অস্ত্র থেকে গুলি চালানোর’ মতো অঙ্গভঙ্গি করেন। অন্যদিকে বাউন্ডারির কাছে ফিল্ডিং করার সময় হারিস রউফ গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের উদ্দেশে ‘৬-০’ ও যুদ্ধবিমান ভূপাতিত করার মতো ইঙ্গিত দেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিসিসিআই বুধবার (২৪ সেপ্টেম্বর) ইমেইলের মাধ্যমে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে এবং সংস্থাটি তা গ্রহণও করেছে। এখন যদি ফারহান ও রউফ লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তবে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে শুনানি অনুষ্ঠিত হতে পারে। এই টুর্নামেন্টে আরেকজন ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্ডি পাইক্রফট।
এশিয়া কাপের এই ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমেও। তবে সমালোচনা পাত্তা দিতে নারাজ ফারহান। তিনি জানান, “আমি সাধারণত অর্ধশতক করার পর সেলিব্রেশন করি না। সেদিন হঠাৎ মনে হলো একটা করি। এটা মুহূর্তের ব্যাপার, এর বাইরে কিছু নয়।”
অন্যদিকে ইএসপিএন জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগের কারণ, ১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে হারানোর পর সূর্যকুমার সেই জয় উৎসর্গ করেছিলেন পাহালগাম সন্ত্রাসী হামলার ভুক্তভোগীদের উদ্দেশে। পিসিবি মনে করছে, এ মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।
সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচগুলোতে মাঠের লড়াইয়ে ভারত এগিয়ে থাকলেও উত্তেজনা ছিল তুঙ্গে। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ভারতের ওপেনার অভিষেক শর্মা-শুভমান গিলের মধ্যে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
এরই মধ্যে ভারত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। অপরদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কার্যত হয়ে উঠেছে সেমিফাইনাল- জয়ী দলই মুখোমুখি হবে ভারতের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ