ফারহান-রউফের অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ ভারত, আইসিসিতে অভিযোগ

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৯:২১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৯:২১:৪৯ অপরাহ্ন
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠের লড়াই ছাড়াও দুই দেশের ক্রিকেটারদের আচরণও প্রায়শই বিতর্কের জন্ম দেয়। এমনই এক ঘটনায় পাকিস্তানের দুই ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও হারিস রউফের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
গত রোববার দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে সহজেই হারায় ভারত। তবে ম্যাচে ফারহান ও রউফের ভঙ্গিমা নিয়ে শুরু হয় বিতর্ক। নিজের অর্ধশতক পূর্ণ করার পর ফারহান ব্যাট হাতে ‘অস্ত্র থেকে গুলি চালানোর’ মতো অঙ্গভঙ্গি করেন। অন্যদিকে বাউন্ডারির কাছে ফিল্ডিং করার সময় হারিস রউফ গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের উদ্দেশে ‘৬-০’ ও যুদ্ধবিমান ভূপাতিত করার মতো ইঙ্গিত দেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিসিসিআই বুধবার (২৪ সেপ্টেম্বর) ইমেইলের মাধ্যমে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে এবং সংস্থাটি তা গ্রহণও করেছে। এখন যদি ফারহান ও রউফ লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তবে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে শুনানি অনুষ্ঠিত হতে পারে। এই টুর্নামেন্টে আরেকজন ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্ডি পাইক্রফট।
এশিয়া কাপের এই ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমেও। তবে সমালোচনা পাত্তা দিতে নারাজ ফারহান। তিনি জানান, “আমি সাধারণত অর্ধশতক করার পর সেলিব্রেশন করি না। সেদিন হঠাৎ মনে হলো একটা করি। এটা মুহূর্তের ব্যাপার, এর বাইরে কিছু নয়।”
অন্যদিকে ইএসপিএন জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগের কারণ, ১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে হারানোর পর সূর্যকুমার সেই জয় উৎসর্গ করেছিলেন পাহালগাম সন্ত্রাসী হামলার ভুক্তভোগীদের উদ্দেশে। পিসিবি মনে করছে, এ মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।
সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচগুলোতে মাঠের লড়াইয়ে ভারত এগিয়ে থাকলেও উত্তেজনা ছিল তুঙ্গে। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ভারতের ওপেনার অভিষেক শর্মা-শুভমান গিলের মধ্যে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
এরই মধ্যে ভারত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। অপরদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কার্যত হয়ে উঠেছে সেমিফাইনাল- জয়ী দলই মুখোমুখি হবে ভারতের।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net