ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

রাজধানীর সড়কে যত্রতত্র খোঁড়াখুঁড়ি ভোগান্তিতে জনগণ

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ১২:৩৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ১২:৩৫:৫৪ পূর্বাহ্ন
রাজধানীর সড়কে যত্রতত্র খোঁড়াখুঁড়ি ভোগান্তিতে জনগণ সারাবছরই রাজধানীর সড়কে চলে বিভিন্ন সেবা সংস্থা খোঁড়াখুঁড়ি। এক সংস্থা রাস্তা ঠিক করে যায়, অন্য সংস্থা আবার সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করে। বর্তমানে নগরীর দেড় শতাধিক সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। ছবিটি শনিবার পূর্ব রামপুরা এলাকার তিতাস রোড থেকে তোলা
রাজধানীর বিভিন্ন এলাকাজুড়ে চলছে যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি। নির্ধারিত সময়ে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো কাজ শেষ না করায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে কাজের গতি বাড়াতে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছে নগরবাসী।
রাজধানীর মিরপুরে ৬০ ফিট রাস্তার ভাঙা ব্রিজ থেকে পীরেরবাগ পর্যন্ত বিদ্যুৎ লাইন প্রতিস্থাপনের কাজে প্রতি ৮০০ মিটার খুঁড়ে কাজ করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া পীরেরবাগ থেকে বউবাজার পর্যন্ত ড্রেন সংস্কার ও রাস্তার নির্মাণকাজ একসাথে চলায় যানজটসহ নানা ভোগান্তিতে পড়েছে নগরবাসী। রাস্তাজুড়ে নির্মাণসামগ্রী ফেলে রাখায় হাঁটতেও কষ্ট হচ্ছে এলাকাবাসীর। কিছু কিছু সংস্কার কাজ ৬ মাসে শেষ করার কথা থাকলেও পেরিয়ে গেছে ১১ মাস। একই অবস্থা ঝিগাতলা থেকে মোহাম্মদপুরের প্রধান সড়কগুলোতেও। বিদ্যুৎ লাইন, ড্রেনেজ ও রাস্তা সংস্কারের কাজ একসাথে চলায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী। নগরীর উত্তরখান ও দক্ষিণখানে রাস্তার কাজ চলছে। খোঁড়াখুঁড়ির কারণে উত্তরখান ও দক্ষিণখানের কয়েক লাখ মানুষ যাতাযাতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ