 
                            
                        বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আগামীর বাংলাদেশ হবে সকলের : কর্নেল আজাদ
 
                                  
                     
                             
                            
                            
                               মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) থেকে হাবিবুর রহমান
দেশ ও দেশের মানুষকে উন্নত করতে চাইলে জনগণের জনকল্যাণমুখী নানা কাজ করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নেই আগামীর বাংলাদেশ হবে সকলের বলে মন্তব্য করেছেন, টাঙ্গাইল-১, মধুপুর-ধনবাড়ী আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
তিনি গত ১৩ সেপ্টেম্বর রাতে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী এলাকায় জনসাধারণের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, মধুপুর-ধনবাড়ী এলাকায় টেকনিক্যাল কলেজ নির্মাণ করে তরুণ ছেলেমেয়েদের হাতে কলমে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার পদক্ষেপ নেয়া হচ্ছে। যাতে করে তরুণ ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
সভায় মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপি’র মৎস্যবিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মো. মোজাম্মেল হোসেন, ও ধনবাড়ী উপজেলার বিএনপি’র কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য দেন। এ সময় ধনবাড়ী-মধুপুরের বিএনপি নেতা কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                