বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আগামীর বাংলাদেশ হবে সকলের : কর্নেল আজাদ

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০১:১৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:১৩:০১ অপরাহ্ন
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) থেকে হাবিবুর রহমান দেশ ও দেশের মানুষকে উন্নত করতে চাইলে জনগণের জনকল্যাণমুখী নানা কাজ করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নেই আগামীর বাংলাদেশ হবে সকলের বলে মন্তব্য করেছেন, টাঙ্গাইল-১, মধুপুর-ধনবাড়ী আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ। তিনি গত ১৩ সেপ্টেম্বর রাতে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী এলাকায় জনসাধারণের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, মধুপুর-ধনবাড়ী এলাকায় টেকনিক্যাল কলেজ নির্মাণ করে তরুণ ছেলেমেয়েদের হাতে কলমে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার পদক্ষেপ নেয়া হচ্ছে। যাতে করে তরুণ ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সভায় মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপি’র মৎস্যবিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মো. মোজাম্মেল হোসেন, ও ধনবাড়ী উপজেলার বিএনপি’র কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য দেন। এ সময় ধনবাড়ী-মধুপুরের বিএনপি নেতা কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net