নেত্রকোনা থেকে মো. হাবিবুর রহমান রতন
জেলা শহরের মেছুয়া বাজারের সামনে ভূমি অফিসের আঙ্গিনায় সরকারি জায়গায় ঘর উঠিয়ে বিউটি পার্লারের ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে কামরুন্নাহার রেবার বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নেত্রকোনার পৌর শহরের মেছুয়া বাজারর সামনে ভূমি অফিস সংলগ্ন সরকারি জায়গায় বিউটিশিয়ান কামরুন্নাহার রেবা টিনের ঘর উঠিয়ে প্রায় তিন বছরের বিউটি পার্লারের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে করে বহিরাগতদের আনাগোনায় প্রতিবেশীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একাধিক প্রতিবেশী জানান, সরকারি জায়গায় ঘর উঠিয়ে বিউটি পার্লারের ব্যবসা করায় তাদের অসুবিধা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন তারা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
