নেত্রকোনায় সরকারি জায়গায় ঘর উঠিয়ে বিউটি পার্লারের ব্যবসা

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:৫৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:৫৭:১৩ অপরাহ্ন
নেত্রকোনা থেকে মো. হাবিবুর রহমান রতন
জেলা শহরের মেছুয়া বাজারের সামনে ভূমি অফিসের আঙ্গিনায় সরকারি জায়গায় ঘর উঠিয়ে বিউটি পার্লারের ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে কামরুন্নাহার রেবার বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নেত্রকোনার পৌর শহরের মেছুয়া বাজারর সামনে ভূমি অফিস সংলগ্ন সরকারি জায়গায় বিউটিশিয়ান কামরুন্নাহার রেবা টিনের ঘর উঠিয়ে প্রায় তিন বছরের বিউটি পার্লারের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে করে বহিরাগতদের আনাগোনায় প্রতিবেশীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একাধিক প্রতিবেশী জানান, সরকারি জায়গায় ঘর উঠিয়ে বিউটি পার্লারের ব্যবসা করায় তাদের অসুবিধা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন তারা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net