ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ তিন শতাধিক পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ সরকারে প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-আমীর খসরু বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে-তারেক রহমান গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি-শিরীন পারভিন বিদেশ থেকে খালি হাতে ফিরছে প্রতারণার শিকার কর্মীরা ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু

আতঙ্ক কাটেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৫০:১৬ অপরাহ্ন
আতঙ্ক কাটেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের মাঝে এখনও আতঙ্ক কাটেনি। সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার বেলা দেড়টা পর্যন্ত হাটহাজারী থানায় মামলা রেকর্ড হয়নি। তবে মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল। এমনকি এ ঘটনায় তখন পর্যন্ত কেউ গ্রেফতারও হয়নি। আগামীকাল ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিভাগীয় সিদ্ধান্ত ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হলে পরীক্ষা নেওয়া যাবে। এ ছাড়া ক্লাস চালু রাখা যাবে। তবে ক্লাস চালু রাখার ঘোষণা থাকলেও গতকাল মঙ্গলবার শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন না। শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না। বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে প্রায় ২৭ হাজার ৫৫০ শিক্ষার্থী রয়েছেন। সংঘর্ষের পর থেকে কার্যত অচল রয়েছে শ্রেণিকক্ষ। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন বলেন, আজ (গতকাল মঙ্গলবার) কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়েছে কি না, সে তথ্য এখনও আমার কাছে নেই। বিকালের দিকে এই বিষয়ে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রবিবার রাতে হাটহাজারী থানায় দুটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং আরেকটি প্রধান নিরাপত্তা কর্মকর্তা জমা দিয়েছেন। এ প্রসঙ্গে হাটহাজারী থানার ওসি আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দুপুর দেড়টা পর্যন্ত হাটহাজারী থানায় কোনো মামলা রেকর্ড হয়নি। তবে মামলার প্রক্রিয়া চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স