ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৫৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৫৬:২২ অপরাহ্ন
শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য
* বিভিন্ন কারণে বর্তমানে চাপের মুখে রয়েছে দেশের অর্থনীতি। রপ্তানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান- থেকে যুক্তরাষ্ট্র এখনো সরে আসেনি। আর নতুন ওই শুল্ক কার্যকর হলে বিপর্যয় নেমে আসবে বাংলাদেশের রপ্তানিতে। * বাংলাদেশের পণ্যের ওপর মোট ৫০ শতাংশ পাল্টা শুল্ক অরোপ হবে


শুল্ক চাপে দেশের ব্যবসা-বাণিজ্য। আর শুল্কের পুরোটাই আমদানি-রপ্তানিকারকদের বহন করতে হবে। আর তার দায় বর্তাবে ভোক্তার ওপর। যদিও বিভিন্ন কারণে বর্তমানে চাপের মুখে রয়েছে দেশের অর্থনীতি। রপ্তানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান- থেকে যুক্তরাষ্ট্র এখনো সরে আসেনি। আর নতুন ওই শুল্ক কার্যকর হলে বিপর্যয় নেমে আসবে বাংলাদেশের রপ্তানিতে। কারণ বাংলাদেশের পণ্যের ওপর মোট ৫০ শতাংশ পাল্টা শুল্ক অরোপ হবে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে সেবার বিপরীতে নতুন করে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব মিলিয়ে শুল্ক চাপে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে সঙ্কট তীব্রতর হওয়ার শঙ্কা বাড়ছে। আমদানি-রপ্তানি ব্যবসা সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের সর্বাধিক আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হওয়া চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতের মাশুল বা ট্যারিফ বাড়ানো ঘোষণা ইতিমধ্যে দেয়া েেহছ। পাশাপাশি বাড়ানো হচ্ছে বেসরকারি ডিপোতে কনটেইনার ব্যবস্থাপনার মাশুলের হারও। আর তার পুরোটাই আমদানি-রপ্তানিকারকদের বহন করতে হবে। যদিও বন্দরের মাশুল বাড়ানোর ক্ষেত্রে বলা হচ্ছে, ১৯৮৬ সালে সর্বশেষ চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার মাশুল বাড়ানো হয়েছে। তারপর আর বাড়ানো হয়নি। এবার সব মিলিয়ে গড়ে ৩০ থেকে ৪০ শতাংশের মতো বাড়ানো হচ্ছে। আর গেজেট প্রকাশের পর তার মধ্যে কোনো সেবার মাশুল কমছে বা কোনোটির বাড়ছে কার্যকর হবে। তবে নতুন করে বর্ধিত হারে মাশুল কার্যকর হলে সেক্ষেত্রে আয় বা আদায় কমবেশি ৪০ শতাংশ বাড়বে। ওই হিসেবে মাশুল হিসাবে বন্দরের দেড় হাজার কোটি টাকা বাড়তি আয় হতে পারে।
সূত্র জানায়, দেশের বেসরকারি কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন কনটেইনার ব্যবস্থাপনার মাশুলের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। ওই বিষয়ে এক সার্কুলারে সংগঠনটি সেবাভেদে ৩০ থেকে ১০০ শতাংশ মাশুল বাড়ানোর ঘোষণা দেয় এবং ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তাতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস নামার শঙ্কা বাড়ছে। যদি যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক সমস্যার সমাধানের পর বন্দরের মাশুল বাড়ালে অর্থনীতির জন্য ভালো হতো। কিন্তু তা করা হয়নি। তাতে বিনিয়োগকারীদের মধ্যে ভুল বার্তা যাবে। দেশের বর্তমান পরিস্থিতিতে তা উপযুক্ত নয়।
এদিকে এ প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জানান, শুল্ক বাড়ায় বিনিয়োগকারীরা চাপে পড়বে। অর্থনীতির স্বার্থে ওসব উদ্যোগ আপাতত স্থগিত রাখা প্রয়োজন। আমরা আশা করা যায় আগামী কয়েক মাসেই ব্যবসা বাড়বে। যখন দেশের অর্থনীতি পরিস্থিতি ভালো হবে তখন ওসব করা যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স