ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে ফের অগ্নিসংযোগ-ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন নগরজুড়ে বিএনপি-এনসিপি ও জামায়াতের মহড়া রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা নির্বাচনে নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ, সংঘর্ষ চায় না ইসি প্রধান উপদেষ্টার ভাষণে অংশগ্রহণমূলক নির্বাচনের রূপরেখা নেই-ব্যারিস্টার আনিসুল নির্বাচনের দিনই গণভোটে জনগণের আকাক্সক্ষার প্রতিফলন হয়নি-পরওয়ার প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরিত জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন-সালাহউদ্দিন সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত-সিইসি নিউমুরিং টার্মিনাল আপাতত বিদেশিদের হস্তান্তর নয়-হাইকোর্ট গণভোট ‘অপ্রয়োজনীয়’, বলছে সনদে সই না করা বাম দলগুলো বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রসঙ্গ হ্যাঁ-না : চার প্রশ্নের উত্তর একটাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর গণভোট নিয়ে বিএনপি জামায়াতের টানাটানি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি

শেরপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:৩২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:৩২:২১ অপরাহ্ন
শেরপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা
শেরপুর থেকে জি এইচ হান্নান
শেরপুর পরিবেশ অধিদফতর ও শেরপুর জেলা প্রশাসন গত মঙ্গলবার দুপুর ১টায় শেরপুর জেলা শহরের খোয়ারপাড় এলাকায় ৩টি দোকানে নিষিদ্ধ ঘোষিত ও অবৈধ পলিথিন শপিং ব্যাগ রাখায় ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান চালিয়ে ওই ৩ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সেই সাথে ওই দোকানগুলো থেকে ৩০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ও অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের জন্য শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদ উদ্দিন এবং পরিবেশ অধিদফতরের পরিদর্শক সূশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দুপুর ১টার দিকে শেরপুর জেলা শহরেরর খোয়ারপাড় এলাকার তিনটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় হারুন স্টোরে ১৪ কেজি পলিথিন ব্যাগ রাখার দায়ে দোকান মালিক মমতাজ (৪৫) ৫ হাজার টাকা পরিমানা করা হয় ও ডালিম স্টোরে ১০ কেজি পলিথিন ব্যাগ রাখায় দোকান মালিক ডালিমকে (৫৫) ৪ হাজার টাকা পরিমানা করা হয় এবং মোকাদ্দেস স্টোরে ৭ কেজি পলিথিন ব্যাগ রাখায় দোকান মালিক মোকাদ্দেসকে (৫৩) ৩ হাজার  টাকা পরিমানা করা হয়। পরে ওই তিন দোকান মালিক ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানার টাকা পরিশোধ করেন। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সূশীল কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ