শেরপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:৩২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:৩২:২১ অপরাহ্ন
শেরপুর থেকে জি এইচ হান্নান
শেরপুর পরিবেশ অধিদফতর ও শেরপুর জেলা প্রশাসন গত মঙ্গলবার দুপুর ১টায় শেরপুর জেলা শহরের খোয়ারপাড় এলাকায় ৩টি দোকানে নিষিদ্ধ ঘোষিত ও অবৈধ পলিথিন শপিং ব্যাগ রাখায় ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান চালিয়ে ওই ৩ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সেই সাথে ওই দোকানগুলো থেকে ৩০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ও অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের জন্য শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদ উদ্দিন এবং পরিবেশ অধিদফতরের পরিদর্শক সূশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দুপুর ১টার দিকে শেরপুর জেলা শহরেরর খোয়ারপাড় এলাকার তিনটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় হারুন স্টোরে ১৪ কেজি পলিথিন ব্যাগ রাখার দায়ে দোকান মালিক মমতাজ (৪৫) ৫ হাজার টাকা পরিমানা করা হয় ও ডালিম স্টোরে ১০ কেজি পলিথিন ব্যাগ রাখায় দোকান মালিক ডালিমকে (৫৫) ৪ হাজার টাকা পরিমানা করা হয় এবং মোকাদ্দেস স্টোরে ৭ কেজি পলিথিন ব্যাগ রাখায় দোকান মালিক মোকাদ্দেসকে (৫৩) ৩ হাজার  টাকা পরিমানা করা হয়। পরে ওই তিন দোকান মালিক ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানার টাকা পরিশোধ করেন। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সূশীল কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net