ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

গুম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শুনানি চায় বিএনপি

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০২:০৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০২:০৭:০১ অপরাহ্ন
গুম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শুনানি চায় বিএনপি গুম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শুনানি চায় বিএনপি
গুম হওয়া ব্যক্তিদের পারিবার থেকে উত্থাপিত অভিযোগের আন্তর্জাতিক পর্যায়ে শুনানি চায় বিএনপিআন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ব্যাপারে দলের বক্তব্য তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরতিনি বলেন, ‘ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় টিকে আছেগণবিচ্ছিন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরমভাবে সংকটাপন্নমানুষের কণ্ঠরোধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছেসেজন্য গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছেএকচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থা অবলম্বন করছেফলে, গভীর শঙ্কা, ভয় ও শিহরণের মধ্যে বাস করছে জনগণমির্জা ফখরুল বলেন, গুম মানবসভ্যতার পরিপন্থিবিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাঁটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেকাউকে গুম করে দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃতি পায়তিনি বলেন, ‘আওয়ামী লীগ দ্বিতীয় বাকশাল কায়েম করার পর বিএনপিসহ বিরোধী দলের যেসব নেতা-কর্মী গুম হয়েছে তাদের বাপ-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তানদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছেবাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী সরকার কোনো কিছুকে তোয়াক্কা করছে নাগণতন্ত্রকামী মানুষ গুমের আতঙ্কে দিন-রাত উদ্বিগ্ন থাকছেসবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে নির্লজ্জের মতো অস্বীকার করে আসছেবিএনপি মহাসচিব বলেন, ‘এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবেএকমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকারণ, নির্বাচিত সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতে হয়অবিলম্বে এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, হুমায়ন পারভেজ, সাজেদুল ইসলাম সুমন, জাকিরসহ গুম হয়ে যাওয়া বিএনপির নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি- ভুক্তভোগী বা তাদের পরিবারকে আইনি ও নৈতিক সহায়তার উদ্যোগ নেওয়া এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের উত্থাপিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শুনানির আয়োজন করা প্রয়োজনমির্জা ফখরুল বলেন, ‘একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন ব্যক্তি গুম হয়েছেএদের মধ্যে কাউকে মৃত, কাউকে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছেআবার অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স