
কমলনগরে বিশেষ অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার


কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল
কমলনগরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে চরলরেন্স বাজার থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- হাজিরহাট ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই ওয়ার্ডের (ইউপি) সদস্য ওমর ফারুক বাবুল (৫৫) ও চরজবন্ধু এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে ইফরান উদ্দিন বাবু (৩৫)। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ আগস্টের আগে লক্ষ্মীপুর জেলার বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত আছে বলে ওই কর্মকর্তা আরো বলেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ