কমলনগরে বিশেষ অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০২:৩০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০২:৩০:৩৮ অপরাহ্ন
কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল কমলনগরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে চরলরেন্স বাজার থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- হাজিরহাট ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই ওয়ার্ডের (ইউপি) সদস্য ওমর ফারুক বাবুল (৫৫) ও চরজবন্ধু এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে ইফরান উদ্দিন বাবু (৩৫)। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ আগস্টের আগে লক্ষ্মীপুর জেলার বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত আছে বলে ওই কর্মকর্তা আরো বলেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net