আদমদীঘি (বগুড়া) থেকে বেনজীর রহমান
আদমদীঘিতে মাছ চাষ পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় ৭০ হাজার টাকার বাজারজাতকরেেণর বিভিন্ন প্রজাতির মাছ মরে বিনষ্ট করা হয়েছে। গত ১ আগস্ট দিবাগত রাতে আদমদীঘির অদুরে সুদিন আকন্দপাড়া পুকুরে কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে করে।
আদমদীঘির সুদিন গ্রামের ক্ষতিগ্রস্ত মাছচাষি আজাদুল ইসলাম জানান, সুদিন আকন্দপাড়া তার নিজস্ব প্রায় আড়াই বিঘা জমির পুকুরের (জলাশয়) এ রুই কাথলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন জাতের মাছচাষ করে আসছেন। বর্তমানে মাছগুলো বাজারজাতকরণের উপযুক্ত হয়। গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শক্রতামুলকভাবে উল্লেখিত মাছচাষ পুকুরে বিষ প্রয়োগ করে। গতক শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন পুকুরে রাখা বাজারজাতকরণের রুই-কাথলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন জাতের মাছচাষ মরে ভেসে গন্ধের সৃষ্টি করেছে। পরে মরা মাছ মাটি খুরে পুঁতে রেখে পরিবেশ রক্ষা করা হয়। তার পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৭০ হাজার টাকার মাছ মরে বিনষ্ট করা হয়েছে বলে তিনি দাবি করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
