আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগ ৭০ হাজার টাকার মাছ বিনষ্ট

আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১২:০৬:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১২:০৬:৪৩ পূর্বাহ্ন
আদমদীঘি (বগুড়া) থেকে বেনজীর রহমান
আদমদীঘিতে মাছ চাষ পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় ৭০ হাজার টাকার বাজারজাতকরেেণর বিভিন্ন প্রজাতির মাছ মরে বিনষ্ট করা হয়েছে। গত ১ আগস্ট দিবাগত রাতে আদমদীঘির অদুরে সুদিন আকন্দপাড়া পুকুরে কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে করে।
আদমদীঘির সুদিন গ্রামের ক্ষতিগ্রস্ত মাছচাষি আজাদুল ইসলাম জানান, সুদিন আকন্দপাড়া তার নিজস্ব প্রায় আড়াই বিঘা জমির পুকুরের (জলাশয়) এ রুই কাথলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন জাতের মাছচাষ করে আসছেন। বর্তমানে মাছগুলো বাজারজাতকরণের উপযুক্ত হয়। গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শক্রতামুলকভাবে উল্লেখিত মাছচাষ পুকুরে বিষ প্রয়োগ করে। গতক শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন পুকুরে রাখা বাজারজাতকরণের রুই-কাথলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন জাতের মাছচাষ মরে ভেসে গন্ধের সৃষ্টি করেছে। পরে মরা মাছ মাটি খুরে পুঁতে রেখে পরিবেশ রক্ষা করা হয়। তার পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৭০ হাজার টাকার মাছ মরে বিনষ্ট করা হয়েছে বলে তিনি দাবি করেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net