ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন মেহেরপুরে মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থার সভানেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কিশোরগঞ্জে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির গ্রেফতারে স্বস্তিতে এলাকাবাসী বরগুনা জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশ জুলাইয়ের মায়েরা গাজীপুরে একই দিনে দলিল লিখক পিতা পুত্রের মৃত্যুতে শোকের ছায়া মাগুরায় দীর্ঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পাইনি রেলওয়ে ধ্বংসের চক্রান্ত ফ্লাইট এক্সপার্ট, অনলাইন ট্রাভেল এজেন্সির প্রতারণা সোনারগাঁওয়ে বিকল্প সড়ক তলিয়ে যাওয়ায় মানুষ চলাচলে চরম ভোগান্তি ই-রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ডিএসইতে লেনদেন ছাড়ালো ১১০০ কোটি টাকা গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় লাখো মানুষের বিক্ষোভ রাশিয়ায় ৬০০ বছর পর বিরল অগ্ন্যুৎপাতের জেরেই ভূমিকম্প কৃষ্ণ সাগরের কাছে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা তবুও কাটছে না খাদ্য সংকট চুয়ামেনিকে ছাড়ছে না রিয়াল, ফিরিয়ে দিল হাজার কোটির প্রস্তাব ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির হ্যাটট্রিকে শিরোপা দক্ষিণ আফ্রিকার শেষ বলে রুদ্ধশ্বাস জয়: পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

মাগুরায় দীর্ঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পাইনি

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৬:৫৭ পূর্বাহ্ন
মাগুরায় দীর্ঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পাইনি
                                                                                  
মাগুরা থেকে আল এমরান
একটি সুন্দর জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। প্রকৃত এবং সত্য ঘটনাকে তুলে ধরাই সাংবাদিকদের মুখ্য কাজ। দীর্ঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পায়নি। সাধারণ মানুষের সেবা করাই বড় ধর্ম । মানুষের সেবা, শ্রদ্ধা, ভালোবাসায় আমার প্রাণ। আজ জুলাই-আগস্ট বিপ্লবের পর সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের মানুষের মুক্ত স্বাধীনতা কিছুই ছিল না । দেশের কৃষি, বণিজ্য, শিল্প, বিচার ব্যবস্থায় দুনীতির আখড়ায় পরিণত হয়েছিল। যে তরুণ ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশে পেয়েছি যাদের রক্তের দাগ এখনো শুকায়নি সেই শহীদদের হত্যার বিচার হওয়া খুবই জরুরি। তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি শহীদদের বিচার করতে হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, আমি সারা জীবন কৃষি বিজ্ঞানী হিসেবে সরকারের সাথে কাজ করেছি। কৃষি উন্নয়নে বিভিন্ন ফসলের ৮৮টি জাত উদ্ভাবন করেছি। কৃষিনির্ভর মানুষের উন্নয়নে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের পরামর্শ ও সেবা প্রদান করেছি। বিগত সময়ে নানা সামাজিক কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হয়েছি। তাই এখন সময় এসেছে মুক্তভাবে কথা বলার। আমি মাগুরাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই । মাগুরার উন্নয়নে আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই।
গত শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচারক ড. আলী আফজাল। এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক আশরাফুল আলম সাগর, সাংবাদিক মতিন রহমান, নাইমুর ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার সদস্য সচিব মো. হুসাইন, সমাজসেবক আলী রেজা রাজুসহ মাগুরা প্রেসক্লাবের সদস্য ও  সুধীজন উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য